IPL 2021 Points Table: কেকেআরের ম্যাচের আগে দেখুন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 01, 2021 | 9:04 AM

আজ, শুক্রবার আইপিএলের (IPL) ৪৫তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স ও কেএল রাহুলের পঞ্জাব কিংস। বৃহস্পতিবার আইপিএলের (IPL) ম্যাচে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে উইলিয়ামসনরা। সেই ম্যাচে ২ বল বাকি থাকতেই জিতে নেয় চেন্নাই। এখনও পর্যন্ত আইপিএলে মোট ৪৪টি ম্যাচ হয়েছে। আজ, নাইটদের ম্যাচের আগে জেনে নেওয়া যাক এই ৪৪টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষে রয়েছে কোন দল...

1 / 5
 লিগ টেবলের মগডালে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত খেলা ১১টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +১.০০২। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের মগডালে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত খেলা ১১টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +১.০০২। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত খেলা ১১টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছেন ধাওয়ানরা। দিল্লির নেট রান রেট +০.৫৬২। পয়েন্ট - ১৬। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত খেলা ১১টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছেন ধাওয়ানরা। দিল্লির নেট রান রেট +০.৫৬২। পয়েন্ট - ১৬। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
লিগ টেবলের তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.২০০। পয়েন্ট - ১৪। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.২০০। পয়েন্ট - ১৪। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
লিগ টেবলের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.৩৬৩। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.৩৬৩। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। পোলার্ডদের নেট রান রেট -০.৪৫৩। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। পোলার্ডদের নেট রান রেট -০.৪৫৩। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

Next Photo Gallery