Anti Aging Cream: বাজার চলতি নয় ভরসা রাখুন বাড়িতে বানানো অ্যান্টি এজিং ক্রিমে, রইল উপায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 25, 2023 | 7:52 PM

Beauty Tips: মিশ্রণটি ভাল করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে দিন। ঠান্ডা হয়ে গেলে পাত্রে ভরে রাখুন। দিনে এক থেকে দু'বার ব্যবহার করলেই মিটবে বলিরেখার সমস্যা।

1 / 8
বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে খুব স্বাভাবিকভাবেই ত্বকে বলিরেখার সমস্যা দেখা দেয়। অনেকেরই আবার বয়সের আগেই বলিরেখায় ভরে যায় মুখ।

বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে খুব স্বাভাবিকভাবেই ত্বকে বলিরেখার সমস্যা দেখা দেয়। অনেকেরই আবার বয়সের আগেই বলিরেখায় ভরে যায় মুখ।

2 / 8
এই বলিরেখারে বার্ধ্য়কের ছাপ বলেই ধরে নেওয়া হয়। কেউ-ই চান না যে ত্বকে বয়সের ছাপ পড়ুক, তাই বিভিন্নভাবে তা আটকানোর চেষ্টা করেন।

এই বলিরেখারে বার্ধ্য়কের ছাপ বলেই ধরে নেওয়া হয়। কেউ-ই চান না যে ত্বকে বয়সের ছাপ পড়ুক, তাই বিভিন্নভাবে তা আটকানোর চেষ্টা করেন।

3 / 8
বেশিরভাগ মানুষই এক্ষেত্রে বাজার চলতি অ্যান্টি এজিং ক্রিমের উপর ভরসা রাখেন। অনেক সময়ই এই ধরনের ক্রিমে কাজের কাজ কিচ্ছু হয় না।

বেশিরভাগ মানুষই এক্ষেত্রে বাজার চলতি অ্যান্টি এজিং ক্রিমের উপর ভরসা রাখেন। অনেক সময়ই এই ধরনের ক্রিমে কাজের কাজ কিচ্ছু হয় না।

4 / 8
তাই এই ধরনের ক্রিমে ভরসা না করে বাড়িতেই বানিয়ে নিন অ্যান্টি এজিং ক্রিম। প্রথমেই জেনে নিন এই ক্রিম বানাতে কী-কী লাগবে...

তাই এই ধরনের ক্রিমে ভরসা না করে বাড়িতেই বানিয়ে নিন অ্যান্টি এজিং ক্রিম। প্রথমেই জেনে নিন এই ক্রিম বানাতে কী-কী লাগবে...

5 / 8
এই ক্রিম বানাতে লাগবে শিয়া বাটার, এসেনশিয়াল অয়েল, জলপাই তেল,ভিটামিন ই ক্যাপসুল।

এই ক্রিম বানাতে লাগবে শিয়া বাটার, এসেনশিয়াল অয়েল, জলপাই তেল,ভিটামিন ই ক্যাপসুল।

6 / 8
একটি পাত্রে শিয়া বাটার নিন। তাতে কিছুটা অলিভ অয়েল যোগ করুন। অন্যদিকে একটি পাত্রে জল গরম করে নিন। এই গরম জলের উপর শিয়া বাটারের পাত্রটি রাখুন।

একটি পাত্রে শিয়া বাটার নিন। তাতে কিছুটা অলিভ অয়েল যোগ করুন। অন্যদিকে একটি পাত্রে জল গরম করে নিন। এই গরম জলের উপর শিয়া বাটারের পাত্রটি রাখুন।

7 / 8
দেখবেন বাটার গলতে শুরু করবে। প্রয়োজনে একটু নাড়িয়ে নিন। এবার এতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। এছাড়া দিতে হবে ভিটামিন ই ক্যাপসুলের তরল নির্যাস।

দেখবেন বাটার গলতে শুরু করবে। প্রয়োজনে একটু নাড়িয়ে নিন। এবার এতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। এছাড়া দিতে হবে ভিটামিন ই ক্যাপসুলের তরল নির্যাস।

8 / 8
মিশ্রণটি ভাল করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে দিন। ঠান্ডা হয়ে গেলে পাত্রে ভরে রাখুন। দিনে এক থেকে দু'বার ব্যবহার করলেই মিটবে বলিরেখার সমস্যা।

মিশ্রণটি ভাল করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে দিন। ঠান্ডা হয়ে গেলে পাত্রে ভরে রাখুন। দিনে এক থেকে দু'বার ব্যবহার করলেই মিটবে বলিরেখার সমস্যা।

Next Photo Gallery