মাথায় উকুন কিলবিল করছে? অ্যান্টি-লাইস শ্যাম্পুর সঙ্গে সাহায্য নিন ঘরোয়া টোটকারও

Home Remedies for Lice: রাতের ঘুম উড়ে যায় মাথায় উকুন হলে। উকুন নিয়ে খোলাখুলি আলোচনা করতে অনেকেই লজ্জা পান। কিন্তু সমস্যা হল, উকুন সহজে দূর করা যায় না। অ্যান্টি-লাইস শ্যাম্পু ব্যবহারের পরও মাথায় উকুন ঘুরে বেড়ায়। তাই শ্যাম্পুর পাশাপাশি ঘরোয়া টোটকার সাহায্য নিন। 

|

Feb 22, 2024 | 7:12 PM

1 / 8
চুল পড়া, খুশকি, দু’মুখো চুল—এগুলো খুব কমন সমস্যা। আর ঠিকমতো চুলের যত্ন নিলে এসব সমস্যা সহজেই দূর করা যায়। কিন্তু রাতের ঘুম উড়ে যায় মাথায় উকুন হলে। সহজে তাড়ানো যায় না উকুন।

চুল পড়া, খুশকি, দু’মুখো চুল—এগুলো খুব কমন সমস্যা। আর ঠিকমতো চুলের যত্ন নিলে এসব সমস্যা সহজেই দূর করা যায়। কিন্তু রাতের ঘুম উড়ে যায় মাথায় উকুন হলে। সহজে তাড়ানো যায় না উকুন।

2 / 8
উকুন নিয়ে খোলাখুলি আলোচনা করতে অনেকেই লজ্জা পান। কিন্তু সমস্যা হল, উকুন সহজে দূর করা যায় না। অ্যান্টি-লাইস শ্যাম্পু ব্যবহারের পরও মাথায় উকুন ঘুরে বেড়ায়। তাই শ্যাম্পুর পাশাপাশি ঘরোয়া টোটকার সাহায্য নিন। 

উকুন নিয়ে খোলাখুলি আলোচনা করতে অনেকেই লজ্জা পান। কিন্তু সমস্যা হল, উকুন সহজে দূর করা যায় না। অ্যান্টি-লাইস শ্যাম্পু ব্যবহারের পরও মাথায় উকুন ঘুরে বেড়ায়। তাই শ্যাম্পুর পাশাপাশি ঘরোয়া টোটকার সাহায্য নিন। 

3 / 8
টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার, পেপারমিন্ট, নিমের মতো একাধিক এসেনশিয়াল অয়েলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। এগুলো উকুনের সমস্যা দূর করতে পারে।

টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার, পেপারমিন্ট, নিমের মতো একাধিক এসেনশিয়াল অয়েলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। এগুলো উকুনের সমস্যা দূর করতে পারে।

4 / 8
নারকেল তেলের সঙ্গে ১৫-২০ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্ক্যাল্প ও চুলে ভাল করে মাখুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে আপনি ৭ দিনের মধ্যে উকুনের উপদ্রব থেকে মুক্তি পাবেন।

নারকেল তেলের সঙ্গে ১৫-২০ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্ক্যাল্প ও চুলে ভাল করে মাখুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে আপনি ৭ দিনের মধ্যে উকুনের উপদ্রব থেকে মুক্তি পাবেন।

5 / 8
উকুন মারতে নিম পাতার সাহায্য নিন। নিম পাতা বেটে নিন। এতে টক দই মিশিয়ে চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৩০-৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। নিম পাতার বদলে নিম তেলও মাখতে পারেন।

উকুন মারতে নিম পাতার সাহায্য নিন। নিম পাতা বেটে নিন। এতে টক দই মিশিয়ে চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৩০-৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। নিম পাতার বদলে নিম তেলও মাখতে পারেন।

6 / 8
ভিনিগার দিয়ে উকুনের সমস্যা দূর করুন। ১/২ কাপ জলে ২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিলে উকুন মরে যাবে।

ভিনিগার দিয়ে উকুনের সমস্যা দূর করুন। ১/২ কাপ জলে ২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিলে উকুন মরে যাবে।

7 / 8
উকুন তাড়াতে গেলে আপনাকে ঘরোয়া টোটকার পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন সরু দাঁড়ার চিরুনি ব্যবহার করুন এবং ছোট-ছোট ভাগ করে চুল আঁচড়ান। 

উকুন তাড়াতে গেলে আপনাকে ঘরোয়া টোটকার পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন সরু দাঁড়ার চিরুনি ব্যবহার করুন এবং ছোট-ছোট ভাগ করে চুল আঁচড়ান। 

8 / 8
চিরুনি কারও সঙ্গে শেয়ার করবেন না। ঘরোয়া টোটকায় একদিনে উকুন মরবে না। যতদিন সম্পূর্ণরূপে উকুনের উপদ্রব কমছে, প্রতিকারগুলো ব্যবহার করে যান। এতে দ্রুত উপকার পাবেন।

চিরুনি কারও সঙ্গে শেয়ার করবেন না। ঘরোয়া টোটকায় একদিনে উকুন মরবে না। যতদিন সম্পূর্ণরূপে উকুনের উপদ্রব কমছে, প্রতিকারগুলো ব্যবহার করে যান। এতে দ্রুত উপকার পাবেন।