Sandalwood Face Pack: ঠাকুরঘরে থাকা চন্দন কাঠ বেটে মুখে মাখুন, ব্রণ কমবে ২ দিনে

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 15, 2023 | 9:30 AM

Skin Care Tips: ব্রণ, দাগছোপ কমাতে চন্দন দারুণ উপকারী। চন্দনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ত্বককে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। নিয়ম করে মুখে চন্দনের ফেসপ্যাক মাখলে, আর কোনও ফেসিয়ালের প্রয়োজন পড়বে না।

1 / 8
প্রাচীনকাল থেকে ত্বকের পরিচর্চা‌য় চন্দন ব্যবহার হয়ে আসছে। নামীদামি প্রসাধনীতেও চন্দন ব্যবহার করা হয়। এই প্রাকৃতিক উপাদান ত্বকের হাজারো সমস্যার সমাধান করে।

প্রাচীনকাল থেকে ত্বকের পরিচর্চা‌য় চন্দন ব্যবহার হয়ে আসছে। নামীদামি প্রসাধনীতেও চন্দন ব্যবহার করা হয়। এই প্রাকৃতিক উপাদান ত্বকের হাজারো সমস্যার সমাধান করে।

2 / 8
ব্রণ, দাগছোপ কমাতে চন্দন দারুণ উপকারী। চন্দনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ত্বককে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। 

ব্রণ, দাগছোপ কমাতে চন্দন দারুণ উপকারী। চন্দনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ত্বককে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। 

3 / 8
নিয়ম করে মুখে চন্দনের ফেসপ্যাক মাখলে, আর কোনও ফেসিয়ালের প্রয়োজন পড়বে না। চন্দন ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। কীভাবে চন্দনের ফেসপ্যাক ব্যবহার করবেন, রইল টিপস।

নিয়ম করে মুখে চন্দনের ফেসপ্যাক মাখলে, আর কোনও ফেসিয়ালের প্রয়োজন পড়বে না। চন্দন ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। কীভাবে চন্দনের ফেসপ্যাক ব্যবহার করবেন, রইল টিপস।

4 / 8
চন্দন কাঠ ঘষে চন্দনের বেটে নিতে পারেন। চন্দন বাটার সময় সাধারণ জলের বদলে গোলাপ জল ব্যবহার করুন। এই চন্দন বাটা মুখের উপর লাগালে সবচেয়ে ভাল উপকার পাওয়া যায়।

চন্দন কাঠ ঘষে চন্দনের বেটে নিতে পারেন। চন্দন বাটার সময় সাধারণ জলের বদলে গোলাপ জল ব্যবহার করুন। এই চন্দন বাটা মুখের উপর লাগালে সবচেয়ে ভাল উপকার পাওয়া যায়।

5 / 8
ব্রণর সমস্যায় মুখের উপর চন্দন সরাসরি লাগাতে পারেন। এতে স্নানের আগে প্রতিদিন মুখে চন্দন বাটা লাগান। এতে সহজেই ব্রণর সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি ব্রণর দাগছোপও আবছা হতে শুরু করবে।

ব্রণর সমস্যায় মুখের উপর চন্দন সরাসরি লাগাতে পারেন। এতে স্নানের আগে প্রতিদিন মুখে চন্দন বাটা লাগান। এতে সহজেই ব্রণর সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি ব্রণর দাগছোপও আবছা হতে শুরু করবে।

6 / 8
তৈলাক্ত ত্বকের সমস্যায় চন্দন সবচেয়ে ভাল কাজ করে। চন্দন বাটতে না পারলে দোকান থেকে চন্দন গুঁড়ো কিনে আনুন। চন্দন গুঁড়োর সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। এতে মুখের তেলতেলে ভাব কমবে।

তৈলাক্ত ত্বকের সমস্যায় চন্দন সবচেয়ে ভাল কাজ করে। চন্দন বাটতে না পারলে দোকান থেকে চন্দন গুঁড়ো কিনে আনুন। চন্দন গুঁড়োর সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। এতে মুখের তেলতেলে ভাব কমবে।

7 / 8
কোমল ত্বক পেতেও আপনি চন্দনের সাহায্য নিতে পারেন। ১ চামচ চন্দনের পেস্টের সঙ্গে ২ চামচ পাকা পেঁপের পেস্ট মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে মুখে মালিশ করুন। এতে সমস্ত মৃত কোষ দূর হয়ে যাবে। আপনি পাবেন কোমল ত্বক।

কোমল ত্বক পেতেও আপনি চন্দনের সাহায্য নিতে পারেন। ১ চামচ চন্দনের পেস্টের সঙ্গে ২ চামচ পাকা পেঁপের পেস্ট মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে মুখে মালিশ করুন। এতে সমস্ত মৃত কোষ দূর হয়ে যাবে। আপনি পাবেন কোমল ত্বক।

8 / 8
ট্যান দুর করতে সাহায্য করে চন্দন। চন্দন গুঁড়ো বা বাটার সঙ্গে এক চিমটে হলুদ ও টক দই বা দুধ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। ট্যান উধাও হবে এই ফেসপ্যাকে। 

ট্যান দুর করতে সাহায্য করে চন্দন। চন্দন গুঁড়ো বা বাটার সঙ্গে এক চিমটে হলুদ ও টক দই বা দুধ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। ট্যান উধাও হবে এই ফেসপ্যাকে। 

Next Photo Gallery