Underground Village: জনমানবশূন্য এলাকা, শুধু কয়েকটা সুড়ঙ্গ! নীচে নামলেই অন্য এক দুনিয়া, ছবি দেখলে চমকে যাবেন
Underground Village: চারিদিক জনমানবশূন্য, যেদিকেই তাকাবেন শুধু চোখে পড়ে গুহা আর গুহা। গুহাগুলি দিয়ে নেমে গিয়েছে সুড়ঙ্গ, মাটির নীচে। আধো আলো সুড়ঙ্গের সিঁড়ি বেয়ে নেমে গেলেই পাবেন রূপকথার রাজ্যের হদিস