Skin Care Tips: কাঁচা দুধ আর বেসন দিয়ে সপ্তাহে দুদিন এই স্কিনকেয়ার করলে আর দরকার পড়বে না ফেসওয়াশের

Glowing Skin: দুধ, বেসন, আলুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এরপর মুধ ধুয়ে ফটকিরি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে

| Edited By: রেশমী প্রামাণিক

Jul 31, 2023 | 9:30 AM

1 / 8
সপ্তাহের সবদিন রূপচর্চা করার মত সময় কারোর হাতে থাকে না। নিজের কাজ, অফিস, অন্যান্য ব্যস্ততা এসব লেগেই থাকে। এছাড়াও সবদিন পর্যাপ্ত ঘুমেরও সুযোগ থাকে না।

সপ্তাহের সবদিন রূপচর্চা করার মত সময় কারোর হাতে থাকে না। নিজের কাজ, অফিস, অন্যান্য ব্যস্ততা এসব লেগেই থাকে। এছাড়াও সবদিন পর্যাপ্ত ঘুমেরও সুযোগ থাকে না।

2 / 8
কাজের প্রয়োজনে অনেককেই রোজ বাড়ির বাইরে বেরোতে হয়। এবার যতই সানস্ক্রিন মেখে বেরনো হোক না কেন ধুলো, বালি, দূষণে ত্বকের দফারফা হয়ে যায়।

কাজের প্রয়োজনে অনেককেই রোজ বাড়ির বাইরে বেরোতে হয়। এবার যতই সানস্ক্রিন মেখে বেরনো হোক না কেন ধুলো, বালি, দূষণে ত্বকের দফারফা হয়ে যায়।

3 / 8
ত্বক শুষ্ক হয়ে যায়। অনেকের আবার বেশি তেলতেলে হয়ে যায়। সেই সঙ্গে মুখে কালো দাগ-ছোপ এসব লেগেই থাকে।

ত্বক শুষ্ক হয়ে যায়। অনেকের আবার বেশি তেলতেলে হয়ে যায়। সেই সঙ্গে মুখে কালো দাগ-ছোপ এসব লেগেই থাকে।

4 / 8
মুখে কোনও রকম দাগ বা কালো প্যাচ হলে দেখতে মোটেই ভাল লাগে না। সবদিন বাড়িতে আলাদা করে রূপচর্চার সময় হয় না। এমনকী পার্লারে গিয়ে ফেসিয়াল করানোর ক্ষমতাও সকলের থাকে না।

মুখে কোনও রকম দাগ বা কালো প্যাচ হলে দেখতে মোটেই ভাল লাগে না। সবদিন বাড়িতে আলাদা করে রূপচর্চার সময় হয় না। এমনকী পার্লারে গিয়ে ফেসিয়াল করানোর ক্ষমতাও সকলের থাকে না।

5 / 8
বাড়িতে এভাবে মুখ পরিষ্কার করে নিলে ত্বক নরম থাকবে আর যাবতীয় দাগ-ছোপ সহজেই উঠে যাবে। সপ্তাহে দু দিন মেনে চললে ত্বক কাঁচের মত ফর্সা হবে।

বাড়িতে এভাবে মুখ পরিষ্কার করে নিলে ত্বক নরম থাকবে আর যাবতীয় দাগ-ছোপ সহজেই উঠে যাবে। সপ্তাহে দু দিন মেনে চললে ত্বক কাঁচের মত ফর্সা হবে।

6 / 8
প্রথমে বেসন আর কাঁচা দুধ একসঙ্গে ভাল করে মিশিয়ে একটা ক্লিনজার বানিয়ে নিতে হবে। এবার তা মুখে পাঁচ মিনিট রেখে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

প্রথমে বেসন আর কাঁচা দুধ একসঙ্গে ভাল করে মিশিয়ে একটা ক্লিনজার বানিয়ে নিতে হবে। এবার তা মুখে পাঁচ মিনিট রেখে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

7 / 8
এবার আলু কুরে দু চামচ রস বের করে নিতে হবে। এর মধ্যে চাল গুঁড়ো, কাঁচা দুধ ভাল করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।

এবার আলু কুরে দু চামচ রস বের করে নিতে হবে। এর মধ্যে চাল গুঁড়ো, কাঁচা দুধ ভাল করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।

8 / 8
এরপর ফটকিরি কুরে নিয়ে হাফ চামচ নিয়ে ওর মধ্যে গোলাপ জল মিশিয়ে নিন। এরপর তা মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে যাবতীয় কালো দাগ ছোপ উঠে যাবে। মুখও পরিষ্কার থাকবে।

এরপর ফটকিরি কুরে নিয়ে হাফ চামচ নিয়ে ওর মধ্যে গোলাপ জল মিশিয়ে নিন। এরপর তা মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে যাবতীয় কালো দাগ ছোপ উঠে যাবে। মুখও পরিষ্কার থাকবে।