Skin Care Drink: শুধু মাখলেই হবে না, এভাবে পেটে খেলেই ত্বক ভিতর থেকে উজ্জ্বল হবে

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jan 27, 2024 | 5:13 PM

Turmeric milk: ধুলো বালি সব মুখের উপর এসে জমা হয়। এবার মুখ যদি ভাল করে না ধোওয়া হয় তাহলে মুখের পোরসগুলো বন্ধ হয়ে যায়। মুখে হাওয়া চলাচলের কোনও সুযোগ থাকে না। তাই রোজ বাড়ি ফিরে মুখ ধুয়ে নেওয়া খুবই জরুরি

1 / 8
সুন্দর ত্বকের জন্য ভেতর থেকে ত্বকের যত্ন নিতে হবে। সব সময় শুধু মাখলেই যে মুখে ফর্সা ভাব আসবে এমনটা কিন্তু একেবারেই নয়। অনেকেই নিয়ম করে ফেসিয়াল করেন কিন্তু তারপরও মুখে কোনও গ্লো আসে না

সুন্দর ত্বকের জন্য ভেতর থেকে ত্বকের যত্ন নিতে হবে। সব সময় শুধু মাখলেই যে মুখে ফর্সা ভাব আসবে এমনটা কিন্তু একেবারেই নয়। অনেকেই নিয়ম করে ফেসিয়াল করেন কিন্তু তারপরও মুখে কোনও গ্লো আসে না

2 / 8
রোজকার পরিশ্রম, দূষণে শরীরের পাশাপাশি আমাদের ত্বকও ক্লান্ত হয়ে পড়ে। যে কারণে ত্বকের জন্য অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। শীতের দিনে ত্বকের উপর এই দূষণের প্রভাব থাকে সবচাইতে বেশি

রোজকার পরিশ্রম, দূষণে শরীরের পাশাপাশি আমাদের ত্বকও ক্লান্ত হয়ে পড়ে। যে কারণে ত্বকের জন্য অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। শীতের দিনে ত্বকের উপর এই দূষণের প্রভাব থাকে সবচাইতে বেশি

3 / 8
শীতে আবহাওয়া শুষ্ক থাকে, যে কারণে ত্বক এমনিতেই শুকনো থাকে। তাই এই সময় ত্বকের বিশেষনিতে হয়। শীতের দিনে মুখে সকলেই ক্রিম মাখেন। এবার সারাদিন মুখের উপর অনেক অত্যাচার চলে

শীতে আবহাওয়া শুষ্ক থাকে, যে কারণে ত্বক এমনিতেই শুকনো থাকে। তাই এই সময় ত্বকের বিশেষনিতে হয়। শীতের দিনে মুখে সকলেই ক্রিম মাখেন। এবার সারাদিন মুখের উপর অনেক অত্যাচার চলে

4 / 8
ধুলো বালি সব মুখের উপর এসে জমা হয়।  এবার মুখ যদি ভাল করে না ধোওয়া হয় তাহলে মুখের পোরসগুলো বন্ধ হয়ে যায়। মুখে হাওয়া চলাচলের কোনও সুযোগ থাকে না। তাই রোজ বাড়ি ফিরে মুখ ধুয়ে নেওয়া খুবই জরুরি

ধুলো বালি সব মুখের উপর এসে জমা হয়। এবার মুখ যদি ভাল করে না ধোওয়া হয় তাহলে মুখের পোরসগুলো বন্ধ হয়ে যায়। মুখে হাওয়া চলাচলের কোনও সুযোগ থাকে না। তাই রোজ বাড়ি ফিরে মুখ ধুয়ে নেওয়া খুবই জরুরি

5 / 8
শীতে পার্টি, বিয়েবাড়ি অনুষ্ঠান লেগেই থাকে। যে কারণে মুখের উপর মেকআপও বেশি অ্যাপ্লাই করা হয়। এতে এমনিতেই মুখের গ্লো একটু হলেও কমে যায়। যে কারণে বাড়িতেই বানিয়ে খান এই পানীয়

শীতে পার্টি, বিয়েবাড়ি অনুষ্ঠান লেগেই থাকে। যে কারণে মুখের উপর মেকআপও বেশি অ্যাপ্লাই করা হয়। এতে এমনিতেই মুখের গ্লো একটু হলেও কমে যায়। যে কারণে বাড়িতেই বানিয়ে খান এই পানীয়

6 / 8
একগ্লাস মাপের জল গরম করতে বসান। এর মধ্যে আদা আর সামান্য কাঁচাহলুদ গ্রেট করে দিয়ে ফুটিয়ে নিতে হবে। ভাল করে ফুটলে তা ছেঁকে নিন

একগ্লাস মাপের জল গরম করতে বসান। এর মধ্যে আদা আর সামান্য কাঁচাহলুদ গ্রেট করে দিয়ে ফুটিয়ে নিতে হবে। ভাল করে ফুটলে তা ছেঁকে নিন

7 / 8
এর মধ্যে লেবুর রস আর মধু মিশিয়ে নিতে হবে। ব্রেকফাস্ট করে এই পানীয় একগ্লাস করে কান এক সপ্তাহ। এতে শরীরের ডিটক্সিফিকেশন ভাল হবে। সেই সঙ্গে মুখের জেল্লাও বাড়বে

এর মধ্যে লেবুর রস আর মধু মিশিয়ে নিতে হবে। ব্রেকফাস্ট করে এই পানীয় একগ্লাস করে কান এক সপ্তাহ। এতে শরীরের ডিটক্সিফিকেশন ভাল হবে। সেই সঙ্গে মুখের জেল্লাও বাড়বে

8 / 8
শরীর ভিতর থেকে যত বেশি পরিষ্কার থাকবে ততই ভাল। সেই প্রভাব পড়ে মুখের উপরেও। কথায় বলে মন হল মুখের আয়না। আর তাই শরীর সুস্থ রাখা জরুরি। পেটে খেলে তবেই বাড়বে জেল্লা

শরীর ভিতর থেকে যত বেশি পরিষ্কার থাকবে ততই ভাল। সেই প্রভাব পড়ে মুখের উপরেও। কথায় বলে মন হল মুখের আয়না। আর তাই শরীর সুস্থ রাখা জরুরি। পেটে খেলে তবেই বাড়বে জেল্লা

Next Photo Gallery