১১তম বিবাহবার্ষিকীতে সাক্ষীকে কী উপহার দিলেন ধোনি দেখে নিন…
আজ ৪ জুলাই। মাহি ও সাক্ষীর বিবাহবার্ষিকী (wedding anniversary)। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ( MS Dhoni) ও সাক্ষী সিং (Sakshi Singh) ২০১০ সালের ৪ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দেখতে দেখতে ১১টা বছর একসঙ্গে কাটিয়ে দিলেন ধোনি-সাক্ষী। নিজের জীবনের একটা বিরাট অংশ জুড়ে ধোনি রয়েছেন, চেন্নাই সুপার কিংসের (CSK) ইন্সটাগ্রামের এক চ্যাটে এমনটাই বলেন সাক্ষী। তাঁদের একমাত্র সন্তান জিভার জন্মের সময় সাক্ষীর পাশে থাকতে পারেননি মাহি। সে ব্যাপারে সাক্ষী বলেন, 'ক্রিকেট ধোনির প্রায়োরিটি এবং আমার প্রায়োরিটি ধোনি।' ভালোবাসা থাকলে সবকিছু মানিয়ে নেওয়া সম্ভব। সেই ভালোবাসার ওপর ভর করেই বাকী জীবন কাটিয়ে দেবেন তাঁরা একসঙ্গে, আত্মবিশ্বাসের সুর ধোনিপত্নীর গলায়। এভাবেই বেঁচে থাক তাঁদের অটুট ভালোবাসা। বিবাহবার্ষিকীতে দেখে নেওয়া যাক মাহি-সাক্ষীর কিছু ছবি....

1 / 7

2 / 7

3 / 7

4 / 7

5 / 7

6 / 7

7 / 7

নতুন গাড়ির পুজোর সময় চাকার নীচে লেবু রাখা হয়, কেন জানেন?

কলকাতায় সেরা চপ কোন কোন দোকানে পাবেন? রইল হদিশ

ঠাকুরকে গোটা না কাটা ফল দেন, কোনটা ঠিক? প্রেমানন্দ মহারাজ বললেন...

দাঁত দিয়ে নখ কেটে চিবোন? এই গ্রহের যা প্রভাব পড়ছে শুনলে চমকে যাবেন

নামে ঢেঁড়শ হলেও কাজে নয়, গরমে এই সবজি রোজ খেলে জানেন কী হবে?

গরমে ফ্যাশনে স্কার্ফ মাস্ট, কলকাতার কোন বাজারে পাবেন সস্তায়?