AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১১তম বিবাহবার্ষিকীতে সাক্ষীকে কী উপহার দিলেন ধোনি দেখে নিন…

আজ ৪ জুলাই। মাহি ও সাক্ষীর বিবাহবার্ষিকী (wedding anniversary)। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ( MS Dhoni) ও সাক্ষী সিং (Sakshi Singh) ২০১০ সালের ৪ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দেখতে দেখতে ১১টা বছর একসঙ্গে কাটিয়ে দিলেন ধোনি-সাক্ষী। নিজের জীবনের একটা বিরাট অংশ জুড়ে ধোনি রয়েছেন, চেন্নাই সুপার কিংসের (CSK) ইন্সটাগ্রামের এক চ্যাটে এমনটাই বলেন সাক্ষী। তাঁদের একমাত্র সন্তান জিভার জন্মের সময় সাক্ষীর পাশে থাকতে পারেননি মাহি। সে ব্যাপারে সাক্ষী বলেন, 'ক্রিকেট ধোনির প্রায়োরিটি এবং আমার প্রায়োরিটি ধোনি।' ভালোবাসা থাকলে সবকিছু মানিয়ে নেওয়া সম্ভব। সেই ভালোবাসার ওপর ভর করেই বাকী জীবন কাটিয়ে দেবেন তাঁরা একসঙ্গে, আত্মবিশ্বাসের সুর ধোনিপত্নীর গলায়। এভাবেই বেঁচে থাক তাঁদের অটুট ভালোবাসা। বিবাহবার্ষিকীতে দেখে নেওয়া যাক মাহি-সাক্ষীর কিছু ছবি....

| Updated on: Jul 04, 2021 | 5:26 PM
Share
একটি ভিন্টেজ গাড়ির ছবি পোস্ট করে নিজের ইন্সটাগ্রামে সাক্ষী লেখেন, "অ্যানিভার্সারি গিফ্ট দেওয়ার জন্য ধন্যবাদ।"(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

একটি ভিন্টেজ গাড়ির ছবি পোস্ট করে নিজের ইন্সটাগ্রামে সাক্ষী লেখেন, "অ্যানিভার্সারি গিফ্ট দেওয়ার জন্য ধন্যবাদ।"(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

1 / 7
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিয়েটা যেন হঠাৎ করেই সেরে নিয়েছিলেন। দেরাদুনের এক হোটেলে ২০১০ সালের আজকের দিনেই বিয়ে হয়েছিল ধোনি-সাক্ষীর। (সৌজন্যে-টুইটার)

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিয়েটা যেন হঠাৎ করেই সেরে নিয়েছিলেন। দেরাদুনের এক হোটেলে ২০১০ সালের আজকের দিনেই বিয়ে হয়েছিল ধোনি-সাক্ষীর। (সৌজন্যে-টুইটার)

2 / 7
বিয়ের পরের বছরই ধোনি দেশকে বিশ্বকাপে জেতান।(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

বিয়ের পরের বছরই ধোনি দেশকে বিশ্বকাপে জেতান।(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

3 / 7
২০১৫ সালে ধোনি-সাক্ষীর একমাত্র সন্তান জিভা সিং ধোনির জন্ম হয়।(সৌজন্যে-টুইটার)

২০১৫ সালে ধোনি-সাক্ষীর একমাত্র সন্তান জিভা সিং ধোনির জন্ম হয়।(সৌজন্যে-টুইটার)

4 / 7
ধোনি-সাক্ষীর প্রেমকাহিনী কোনও সিনেমার থেকে কম নয়। ধোনির বায়োগ্রাফি 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'তে সেই গল্প দেখাও গেছে।(সৌজন্যে-টুইটার)

ধোনি-সাক্ষীর প্রেমকাহিনী কোনও সিনেমার থেকে কম নয়। ধোনির বায়োগ্রাফি 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'তে সেই গল্প দেখাও গেছে।(সৌজন্যে-টুইটার)

5 / 7
একসময় ধোনি লম্বা চুল রাখতেন। সাক্ষী জানান, তিনি মোটেও পছন্দ করতেন না ধোনির ওই লম্বা চুল। যদিও পরে লুক বদলে নেন ধোনি।(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

একসময় ধোনি লম্বা চুল রাখতেন। সাক্ষী জানান, তিনি মোটেও পছন্দ করতেন না ধোনির ওই লম্বা চুল। যদিও পরে লুক বদলে নেন ধোনি।(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

6 / 7
দেখতে দেখতে ১১টা বছর এক সঙ্গে পার করে নিলেন এই দম্পতি। হ্যাপি আনিভার্সারি ধোনি-সাক্ষী। (সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

দেখতে দেখতে ১১টা বছর এক সঙ্গে পার করে নিলেন এই দম্পতি। হ্যাপি আনিভার্সারি ধোনি-সাক্ষী। (সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

7 / 7