Incredible India: এই ৫ প্রাচীন ও আশ্চর্য মন্দির শুধু ভারতেই দেখতে পাবেন!
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Oct 16, 2021 | 5:52 PM
পৃথিবীর বিভিন্ন দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ঐতিহাসিক নিদর্শন। ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তেও প্রাচীন ও ঐতিহাসিক মন্দির বা নিদর্শন রয়েছে, যা গোটা বিশ্বকেই অবাক করে দেয়।
1 / 6
হিন্দু রাষ্ট্রে মন্দির থাকবেই। আধুনিক যুগেও সেই সব মন্দির প্রাচীন ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি ও শিল্প মানবসমাজের সঙ্গে অটুট রেখে চলেছে। প্রতিটি মন্দিরই এক একটি সময়কালের ইতিহাসকে বর্ণিত করে।
2 / 6
কোনার্ক সান মন্দির, ওড়িশা- সবর্য দেবতাকে উত্সর্গ করে ১৩তম শতাব্দীতে তৈরি হওয়া কোনার্ক সূর্য মন্দির একটি বিস্ময়কর নিদর্শন। কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দির ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত।
3 / 6
কৈলাশা মন্দির, মহারাষ্ট্র- ভারতের সবচেয়ে আকর্ষণীয় এবং আকর্ষণীয় প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। পাথরের চূড়া থেকে খোদাই করা মন্দির। কৈলাশ মন্দিরে রয়েছে ১৬টি গুহা। ভারতের সেরা বিস্ময়গুলির মধ্যে অন্যতম এই মন্দির।
4 / 6
দিলওয়ারা মন্দির, রাজস্থান- মাউন্ট আবুতে অবস্থিত, দিলওয়ারা জৈন মন্দিরগুলি হল পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় মন্দির। ১০৩২ সালে নির্মিত এই প্রাচীনতম মন্দিরটির সিলিংয়ের কাজ ও অন্যান্য জটিল ও সূক্ষ্ম শিল্পকর্ম সকলকে বিষ্মিত করে। ১১ থেকে ১৩ শতকের মধ্যে মন্দিরটি নির্মিত করেছিল।
5 / 6
শোর মন্দির, তামিলনাড়ু- মহাবলীপুরমে এই অসামান্য মন্দিরি শোর মন্দির নামে পরিচিত। গ্রাণাইট দিয়ে নির্মিত এই মন্দিরটি ৮ম শতাব্দীতে গড়ে উঠেছিল। পল্লব রাজবংশের নরসিংহবর্মণ দ্বিতীয় এই অতীব সুন্দর মন্দিরটি তৈরি করেছিল।
6 / 6
বীরুপাক্ষ মন্দির, কর্ণাটক- মহাদিদেবকে উত্সর্গ করে গডে তোলা এই প্রাচীন ও সুন্দর মন্দিরটি হাম্পির অন্যান্য মন্দিরগুলির মধ্যে অন্যতম। ৭ম শতাব্দীতে এই মন্দিরটির কাজ শুরু হয়ছিল। এখানকার মন্দিরটি পূর্বমুখী।