আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি চিন সফরের জন্য আলোচনায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে মেসি চিনে পৌঁছনোর পর পাসপোর্ট সমস্যায় বিমানবন্দরে তাঁকে আটকানো হয়। যা নিয়ে ব্যপক হইচই হয়েছিল। (ছবি:ইনস্টাগ্রাম)
বেজিংয়ে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচ দেখতে চিন পৌঁছে যান মেসির ভক্তরাও। তাঁদের মধ্যে একজন হলেন প্রাক্তন মিস বাম বাম, সুজি কর্টেজ। যিনি নিজেকে মেসির সবচেয়ে বড় অনুরাগী বলে দাবি করেন। (ছবি:ইনস্টাগ্রাম)
সুজি কর্টেজ একজন ব্রাজিলিয়ান মডেল। মিস বাম বাম খেতাব জিতেছিলেন তিনি। মেসি যেখানে যান সুজিও পিছু পিছু সেখানেই পৌঁছে যান। (ছবি:ইনস্টাগ্রাম)
সুজির শরীরে মেসির ৭টি ছোট বড় ট্যাটু রয়েছে। তাঁর গোপনাঙ্গে মেসির মুখের একটি ট্যাটু রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)
কাতার বিশ্বকাপের সময় সুজি শিরোনামে ছিলেন। ব্রাজিলের মানুষ হলেও শুধুমাত্র মেসির জন্য আর্জেন্টিনার হয়ে গলা ফাটিয়েছেন।(ছবি:ইনস্টাগ্রাম)
শোনা যায়, মেসিকে নিজের ব্যক্তিগত কিছু ছবি পাঠিয়ে বসেছিলেন সুজি। এরপর মেসি তাঁকে ব্লক করে দেন। (ছবি:ইনস্টাগ্রাম)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে। এরপর ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। (ছবি:টুইটার)
ম্যাচে কেরিয়ারের দ্রুততম গোল করে রেকর্ড গড়েছেন মেসি। সময় লেগেছে মাত্র ৭৯ সেকেন্ড। (ছবি:টুইটার)