Bold Bikini Look: চরিত্রের খাতিরে হট বিকিনি লুকে আসতেও পিছপা হন না বলিউডের নায়িকারা

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jun 20, 2022 | 2:06 AM

Bold Bikini Look: এখনকার বলিউড নায়িকারা নিজেদের ফিট রাখতে সব সময় প্রস্তুত। নিজেদের সুন্দর চেহারা ক্যামেরার সামনে আনতেও অসুবিধে নেই। সিনেমায় তাঁদের বিকিনি লুকেও দেখা যায় একাধিকবার।

1 / 8
রেস, ককটেল, হালের গেহেরায়িয়াঁ-এমন অনেক ছবিতেই দীপিকা পাড়ুকোণকে পাওয়া গিয়েছে।

রেস, ককটেল, হালের গেহেরায়িয়াঁ-এমন অনেক ছবিতেই দীপিকা পাড়ুকোণকে পাওয়া গিয়েছে।

2 / 8
আলিয়া ভাটও রয়েছেন তালিকায়। প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ হলুদ, আর শানদার ছবিতে গোলাপি বিকিনিতে তাঁকে পাওয়া যায়। ভক্তরা কোনটা এগিয়ে রাখবেন হটনেসে বুঝতেই পারেন না।

আলিয়া ভাটও রয়েছেন তালিকায়। প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ হলুদ, আর শানদার ছবিতে গোলাপি বিকিনিতে তাঁকে পাওয়া যায়। ভক্তরা কোনটা এগিয়ে রাখবেন হটনেসে বুঝতেই পারেন না।

3 / 8
দোস্তানা ছবিতে প্রিয়াঙ্কার চোপড়াকে দেখা যায় বিকিনিতে। আন্দাজ, বেওয়াচ ছবিতেও নিক ঘরণী হট বিকিনি লুকে পর্দায় দেখা দিয়েছেন।

দোস্তানা ছবিতে প্রিয়াঙ্কার চোপড়াকে দেখা যায় বিকিনিতে। আন্দাজ, বেওয়াচ ছবিতেও নিক ঘরণী হট বিকিনি লুকে পর্দায় দেখা দিয়েছেন।

4 / 8
জিরো ফিগার করে করিনা কাপুর খান টশন ছবিতে আসেন বিকিনি লুকে। এই ছবিতেই প্রথমবার অভিনয় করেন বেবো সইফ আলি খানের বিপরীতে।

জিরো ফিগার করে করিনা কাপুর খান টশন ছবিতে আসেন বিকিনি লুকে। এই ছবিতেই প্রথমবার অভিনয় করেন বেবো সইফ আলি খানের বিপরীতে।

5 / 8
লেডিজ ভার্সেস রকি বহেল ছবিতে অনুষ্কা শর্মাকে পাওয়া যায় হট বিকিনি লুকে।  রণবীর সিংয়ের বিপরীতে তিনি এই ছবিতে অভিনয় করেন।

লেডিজ ভার্সেস রকি বহেল ছবিতে অনুষ্কা শর্মাকে পাওয়া যায় হট বিকিনি লুকে। রণবীর সিংয়ের বিপরীতে তিনি এই ছবিতে অভিনয় করেন।

6 / 8
বেশ কয়েকটি ছবিতেই ক্যাটরিনা কাইফকে বিকিনি লুকে পাওয়া যায়। হৃত্বিক রোশনের বিপরীতে ব্যাং ব্যাং ছবির এই লুক অন্য মাত্রা পেয়েছে।

বেশ কয়েকটি ছবিতেই ক্যাটরিনা কাইফকে বিকিনি লুকে পাওয়া যায়। হৃত্বিক রোশনের বিপরীতে ব্যাং ব্যাং ছবির এই লুক অন্য মাত্রা পেয়েছে।

7 / 8
রাসকেল ছবিতে কঙ্গনা রানাওয়াতকে পাওযা যায় সাদা বিকিনিতে। ছবিতে তিনি অজয় দেবগণের নায়িকা। এই ছবির পর কঙ্গনা অজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে খবর বলিউডে।

রাসকেল ছবিতে কঙ্গনা রানাওয়াতকে পাওযা যায় সাদা বিকিনিতে। ছবিতে তিনি অজয় দেবগণের নায়িকা। এই ছবির পর কঙ্গনা অজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে খবর বলিউডে।

8 / 8
বাঙালি কন্যে বিপাশা প্রথম ছবি থেকেই নিজের হটনেসে কাবু করেছেন ভক্তকুলকে। ধুম ২ ছবিতে তাঁর প্রথম এন্ট্রিই বিকিনি লুকে।

বাঙালি কন্যে বিপাশা প্রথম ছবি থেকেই নিজের হটনেসে কাবু করেছেন ভক্তকুলকে। ধুম ২ ছবিতে তাঁর প্রথম এন্ট্রিই বিকিনি লুকে।

Next Photo Gallery