Jasmine flower Tips: এই ফুলে রয়েছে অলৌকিক শক্তি! কর্মজীবনে উন্নতি হবে তরতরিয়ে, মুক্তি পাবেন সব সমস্যা থেকেও

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 19, 2023 | 12:41 PM

Astro Benefits: বর্ষাকালে জুঁই ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে আপন খেয়ালে। কারণ এই সময় জুঁই ফুল সবচেয়ে বেশি ফোটে। দেখতে যেমন সুন্দর, তেমনি জীবনকে নিজের মতো করে সুন্দর করে তুলতেও জুড়ি মেলা ভার।

1 / 7
সংস্কৃতে জুঁই ফুলকে সুমনা, রাজপুত্রিকা নামেও পরিচিত। ইংরেজিতে বলা হয় জেসমিন। প্রায় ১০ থেকে ১৫ ফুটের বেশি এই গাছের উচ্চতা সাধারণত হয় না। বাঙালির ঘরে এই ফুলের কদর অনেক বেশি। আর খুব সহজেই এই ফুল দেখা যায়।

সংস্কৃতে জুঁই ফুলকে সুমনা, রাজপুত্রিকা নামেও পরিচিত। ইংরেজিতে বলা হয় জেসমিন। প্রায় ১০ থেকে ১৫ ফুটের বেশি এই গাছের উচ্চতা সাধারণত হয় না। বাঙালির ঘরে এই ফুলের কদর অনেক বেশি। আর খুব সহজেই এই ফুল দেখা যায়।

2 / 7
আয়ুর্বেদ শাস্ত্রেও জুঁই ফুলের অবদান খুব গুরুত্বপূর্ণ। তন্ত্রশাস্ত্রেও এই ফুল অত্যন্ত অলৌকিক ও বিস্ময়কর বলে বর্ণনা করা হয়েছে। তন্ত্রশাস্ত্র অনুসারে, জুঁই ফুলের প্রতিকার ও কৌশলগুলি করলে জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে।

আয়ুর্বেদ শাস্ত্রেও জুঁই ফুলের অবদান খুব গুরুত্বপূর্ণ। তন্ত্রশাস্ত্রেও এই ফুল অত্যন্ত অলৌকিক ও বিস্ময়কর বলে বর্ণনা করা হয়েছে। তন্ত্রশাস্ত্র অনুসারে, জুঁই ফুলের প্রতিকার ও কৌশলগুলি করলে জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে।

3 / 7
শুক্রবার রাতে একটি ছোট মাটির পাত্রে কিছু দুধ ও জুঁই ফুল দিন। মধ্যরাতে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করুন। এর ফলে বৈষয়িক স্বাচ্ছন্দ্যের অধিপতি শুক্রের অবস্থান কুণ্ডলীতে শক্তিশালী হয় ও চাকরিক্ষেত্রে, ব্যবসায় উন্নতির সম্ভাবনা তৈরি হয়।

শুক্রবার রাতে একটি ছোট মাটির পাত্রে কিছু দুধ ও জুঁই ফুল দিন। মধ্যরাতে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করুন। এর ফলে বৈষয়িক স্বাচ্ছন্দ্যের অধিপতি শুক্রের অবস্থান কুণ্ডলীতে শক্তিশালী হয় ও চাকরিক্ষেত্রে, ব্যবসায় উন্নতির সম্ভাবনা তৈরি হয়।

4 / 7
হনুমানজিকে জুঁই তেল নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। প্রতি মঙ্গল ও শনিবার সিঁদুর ও জুঁই তেল নিবেদন করলে সমস্ত ঝামেলা দূর হয়। শত্রুদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। মনে রাখবেন, হনুমানজির কাছে জুঁই তেলের প্রদীপ জ্বালানো হয় না, তার শরীরে তেল মাখানো হয়, তাতে সমস্ত ইচ্ছা পূরণ হয়।

হনুমানজিকে জুঁই তেল নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। প্রতি মঙ্গল ও শনিবার সিঁদুর ও জুঁই তেল নিবেদন করলে সমস্ত ঝামেলা দূর হয়। শত্রুদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। মনে রাখবেন, হনুমানজির কাছে জুঁই তেলের প্রদীপ জ্বালানো হয় না, তার শরীরে তেল মাখানো হয়, তাতে সমস্ত ইচ্ছা পূরণ হয়।

5 / 7
বাড়িতে জুঁই ফুলের চারা রোপণ করা খুবই উপকারী বলে মনে করা হয়। জুঁই ফুলের কারণে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে। গ্রহের দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। পাশাপাশি কুণ্ডলীতে গ্রহের অবস্থান শক্তিশালী হয় , পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালবাসা বজায় থাকে।

বাড়িতে জুঁই ফুলের চারা রোপণ করা খুবই উপকারী বলে মনে করা হয়। জুঁই ফুলের কারণে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে। গ্রহের দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। পাশাপাশি কুণ্ডলীতে গ্রহের অবস্থান শক্তিশালী হয় , পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালবাসা বজায় থাকে।

6 / 7
শুক্রবার  লক্ষ্মীর পূজা করুন ও জুঁই ফুলের মালা অর্পণ করুন। সঙ্গে দিন কেশর মিশ্রিত ক্ষীর নিবেদন করুন। তাতে দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকবে আপনার উপর। কুণ্ডলীতে শুক্রের অবস্থান মজবুত হবে। জুঁইয়ের এই প্রতিকারে ধন-সম্পদ বৃদ্ধিরযেমন ঘটবে তেমনি সুখ-স্বাচ্ছন্দ্যেরও শুভ বৃদ্ধি ঘটবে।

শুক্রবার লক্ষ্মীর পূজা করুন ও জুঁই ফুলের মালা অর্পণ করুন। সঙ্গে দিন কেশর মিশ্রিত ক্ষীর নিবেদন করুন। তাতে দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকবে আপনার উপর। কুণ্ডলীতে শুক্রের অবস্থান মজবুত হবে। জুঁইয়ের এই প্রতিকারে ধন-সম্পদ বৃদ্ধিরযেমন ঘটবে তেমনি সুখ-স্বাচ্ছন্দ্যেরও শুভ বৃদ্ধি ঘটবে।

7 / 7
সোমবার প্রদোষ তিথি, ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে শিবলিঙ্গে জল ও জুঁই ফুল অর্পণ করতে হবে। এছাড়া জুঁই তেল নিবেদন করলে বেশি উপকার হবে। এতে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাওয়া যায়। শিবের কৃপায় আরোগ্য থাকবেন সারা বছর।

সোমবার প্রদোষ তিথি, ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে শিবলিঙ্গে জল ও জুঁই ফুল অর্পণ করতে হবে। এছাড়া জুঁই তেল নিবেদন করলে বেশি উপকার হবে। এতে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাওয়া যায়। শিবের কৃপায় আরোগ্য থাকবেন সারা বছর।

Next Photo Gallery