Homemade Night Cream: ত্বকের ‘মি টাইম’-এর জন্য কোন নাইট ক্রিম সেরা? রইল হদিশ

TV9 Bangla Digital | Edited By: megha

Jun 22, 2022 | 7:11 AM

সারাদিনের ব্যস্ততার মাঝে সময় না পেলেও রাতের স্কিন কেয়ার রুটিন কখনওই এড়িয়ে যাওয়া উচিত নয়। সারা দিনের রোদ, ধুলো, দূষণের ঝক্কির পোহানোর পরে ত্বকেরও একটা ‘মি টাইম’ প্রয়োজন হয়।

1 / 6
সারাদিনের ব্যস্ততার মাঝে সময় না পেলেও রাতের স্কিন কেয়ার রুটিন কখনওই এড়িয়ে যাওয়া উচিত নয়। এই সময়টা হল ত্বকের 'মি টাইম'। সারা দিনের রোদ, ধুলো, দূষণের ঝক্কির পোহানোর পরে ত্বকেরও একটা ‘মি টাইম’ প্রয়োজন হয়। এই সময়ে ত্বক পুনর্গঠিত হয়।

সারাদিনের ব্যস্ততার মাঝে সময় না পেলেও রাতের স্কিন কেয়ার রুটিন কখনওই এড়িয়ে যাওয়া উচিত নয়। এই সময়টা হল ত্বকের 'মি টাইম'। সারা দিনের রোদ, ধুলো, দূষণের ঝক্কির পোহানোর পরে ত্বকেরও একটা ‘মি টাইম’ প্রয়োজন হয়। এই সময়ে ত্বক পুনর্গঠিত হয়।

2 / 6
আর এই 'মি টাইম' কিংবা রাতের স্কিন কেয়ার রুটিনের অবিচ্ছেদ্য অংশ হল নাইট ক্রিম। নাইট ক্রিম সারারাত ধরে ত্বকের পরিচর্চা করে। এটি ত্বকের ভিতরের অংশে পুষ্টি পাঠিয়ে নতুন কোষ জন্মাতে সাহায্য করে। পাশাপাশি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে চামড়া টানটান রাখে।

আর এই 'মি টাইম' কিংবা রাতের স্কিন কেয়ার রুটিনের অবিচ্ছেদ্য অংশ হল নাইট ক্রিম। নাইট ক্রিম সারারাত ধরে ত্বকের পরিচর্চা করে। এটি ত্বকের ভিতরের অংশে পুষ্টি পাঠিয়ে নতুন কোষ জন্মাতে সাহায্য করে। পাশাপাশি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে চামড়া টানটান রাখে।

3 / 6
বাজারে যে সব নাইট ক্রিম পাওয়া যায় তার বেশির ভাগের মধ্যেই কফি দানার নির্যাস, মধু, শিয়া বাটার, কিছু এসেনশিয়াল অয়েল, কয়েক ধরনের ভেষজ, জুঁই ও হোহোবার রস, ভিটামিন সি এবং ই উপাদানগুলো থাকে। কিন্তু সমস্যা হল এই ধরনের নাইট ক্রিমগুলোর তুলনামূলক একটু দাম বেশি হয়। তাই অনেকেই এড়িয়ে যান। এই ক্ষেত্রে আপনি একই উপাদান দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন নাইট ক্রিম।

বাজারে যে সব নাইট ক্রিম পাওয়া যায় তার বেশির ভাগের মধ্যেই কফি দানার নির্যাস, মধু, শিয়া বাটার, কিছু এসেনশিয়াল অয়েল, কয়েক ধরনের ভেষজ, জুঁই ও হোহোবার রস, ভিটামিন সি এবং ই উপাদানগুলো থাকে। কিন্তু সমস্যা হল এই ধরনের নাইট ক্রিমগুলোর তুলনামূলক একটু দাম বেশি হয়। তাই অনেকেই এড়িয়ে যান। এই ক্ষেত্রে আপনি একই উপাদান দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন নাইট ক্রিম।

4 / 6
অ্যালোভেরা জেল এবং ল্যাভেন্ডার তেলের সংমিশ্রণ হল দুর্দান্ত নাইট ক্রিম। দু'চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি রাতে মুখ পরিষ্কার করে ব্যবহার করুন।

অ্যালোভেরা জেল এবং ল্যাভেন্ডার তেলের সংমিশ্রণ হল দুর্দান্ত নাইট ক্রিম। দু'চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি রাতে মুখ পরিষ্কার করে ব্যবহার করুন।

5 / 6
ত্বকের বয়স ধরে রাখতে এবং ব্রণর প্রকোপ কমাতে অ্যালোভেরা জেল এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল জুড়ি মেলা ভার। অ্যালোভেরা জেল ত্বকের জন্য সেরা উপাদান। এটি ত্বকের ক্ষয় প্রতিরোধ করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়।

ত্বকের বয়স ধরে রাখতে এবং ব্রণর প্রকোপ কমাতে অ্যালোভেরা জেল এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল জুড়ি মেলা ভার। অ্যালোভেরা জেল ত্বকের জন্য সেরা উপাদান। এটি ত্বকের ক্ষয় প্রতিরোধ করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়।

6 / 6
আপনি যদি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহার না করতে চান, তাহলে অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিতে পারেন। এতেও উপকার মিলবে একাধিক।

আপনি যদি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহার না করতে চান, তাহলে অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিতে পারেন। এতেও উপকার মিলবে একাধিক।

Next Photo Gallery