এক ফুলের থেকে টাকা নেবেন, অন্য ফুলে ভোট দেবেন:অভিষেক বন্দ্যোপাধ্যায়

sreejayee das

|

Updated on: Feb 20, 2021 | 5:18 PM

বিজেপির কাছে এজেন্সি আছে। আমাদের আছে জনশক্তি। ফুল আছে দুটো। একটার থেকে টাকা নিন, আর অন্যটায় ভোট দিন।

সপ্তদশ লোকসভা নির্বাচনে নিজেদের দখলে থাকা আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। পাহাড় কার্যত ‘কাঁদিয়েছে’। এবার আস্থা ফেরাতে তাই আগে ভাগেই হাল ধরেছেন নেত্রী। এদিন সেই সূত্র ধরেই অবাঙালিদের উদ্দেশ্য করে হিন্দিতে অভিষেক বলেন, “যাকে সাংসদ করে পাঠালেন, তাঁকে গোটা লকডাউনে দেখতে পেয়েছেন? আসেনি। এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছে টাকা আছে। বিজেপির কাছে এজেন্সি আছে। আমাদের আছে জনশক্তি। ফুল আছে দুটো। একটার থেকে টাকা নিন, আর অন্যটায় ভোট দিন।”