কৈলাশ বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের চক্রান্ত, গ্রেফতারি নিয়ে বিস্ফোরক পামেলা

sreejayee das

|

Updated on: Feb 20, 2021 | 4:40 PM

বিজেপির দাবি, তেমনই কোনও ষড়যন্ত্রের শিকার পামেলা গোস্বামী। শুক্রবার পামেলা গ্রেফতার হওয়ার পর এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির।

ভোটের আগে বিভিন্ন দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার ঘটনা নতুন নয়। বিজেপির দাবি, তেমনই কোনও ষড়যন্ত্রের শিকার পামেলা গোস্বামী। শুক্রবার পামেলা গ্রেফতার হওয়ার পর এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির। তবে পামেলার মাদক যোগ যে অনেক আগে থেকেই ছিল, তা প্রমাণ হল পামেলার বাবার করা একটি অভিযোগের ভিত্তিতে।

 

Published on: Feb 20, 2021 03:04 PM