AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nail Cutting Tricks: নখ কেটে ফেলে দেন নাকি! ভাগ্য ফেরাতে কোন কাজ আজ থেকেই শুরু করবেন, জানুন

Astrology: জ্যোতিষশাস্ত্র মতে বলছে, নখ কেটে কখনও ফেলে দেবেন না। তন্ত্রশাস্ত্র অনুযায়ী, ভাগ্য উজ্জ্বল করতে এবার থেকে নখ কেটে বাইরে ফেলে দেবেন না। নখ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিকার মেনে চললে জীবনে নতুন শক্তি বজায় আসতে পারে। নখের প্রতিকারগুলি জেনে নিন এখানে...

Nail Cutting Tricks: নখ কেটে ফেলে দেন নাকি! ভাগ্য ফেরাতে কোন কাজ আজ থেকেই শুরু করবেন, জানুন
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 4:36 PM
Share

অনেকে নখ বড় করে রাখতে ভালবাসেন, আবার অনেকে নখ বড় করলেই অসুস্থ হয়ে পড়েন। বাঘের মত নখকে কেটে ফেলা একটা স্বাভাবিক নিয়ম। রোজকার নিয়মের মত নখ কাটা একটি গুরুত্বপূর্ণ কাজ। নোংরা নখ কেটে ফেলে দেওয়াই রীতি। বাড়ির এখানে-ওখানে নখের কাটা অংশ ফেলে দেওয়া উচিত নয়। কিন্তু এবার যে তথ্য পাবেন, তারপর থেকে আর কখনও নখ কেটে ফেলে দেবেন না। কারণ জ্যোতিষশাস্ত্র মতে বলছে, নখ কেটে কখনও ফেলে দেবেন না। তন্ত্রশাস্ত্র অনুযায়ী, ভাগ্য উজ্জ্বল করতে এবার থেকে নখ কেটে বাইরে ফেলে দেবেন না। নখ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিকার মেনে চললে জীবনে নতুন শক্তি বজায় আসতে পারে। নখের প্রতিকারগুলি জেনে নিন এখানে…

নখের যত্ন নিন:  কখনওই নখ কেটে এখানে-সেখানে ফেলে দেওয়া উচিত নয়। কারণ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মত অনেক জিনিস নখ ব্যবহার করে বিভিন্ন সমস্যা তৈরি পড়তে পারেন। শরীরের এই অংশেও রয়েছে অনেক শক্তি বজায় থাকে। ব্ল্যাক ম্যাজিক যারা করেন, তারা একথা ভাল করেই জানেন। মনে রাখবেন ডাস্টবিনে কখনওই নখ ফেলবেন না। নখ কাটার পর সব নখ এক জায়গায় সংগ্রহ করে কাগজে রেখে মাটিতে পুঁতে দিতে পারেন।

কীভাবে নখ কাটবেন? সূর্যাস্তের সময় কখনওই নখ কাটা উচিত নয়। এতে অশুভ শক্তিতে ভরপুর হতে পারে সংসার। হতে পারে অকল্যাণও। সূর্যাস্ত হল ব্রহ্ম মুহুর্তের মতো পূজার সময়, তাই এই সময়ে নখ কাটা উচিত নয়। এতে যে কোনও ব্যক্তির আত্মবিশ্বাস নষ্ট হতে পারে, যে কোনও কাজে অরনীহাও জন্মাতে পারে। ফলে ধীরে ধীরে সবকিছুতেই পিছিয়ে পড়তে দেখা যাবে। জীবনে আসবে নানা সমস্যার ঝড়। সেই ঝড় সামাল দেওয়ার মত অবস্থাও থাকবে না।

নখ কাটার কৌশল:  যত্রতত্র নখ কেটে ফেলে দেওয়া উচিত নয়। নখ যদি কাটতেই হয়, শুত্রবারে নখ কেটে বটগাছের শিকড়ে পুঁতে দেওয়া উচিত। বাড়ির কাছে কোনও বটগাছ না থাকলে অশোক গাছের শিকড়ে নখ পুঁতে দেওয়া যায়। নখ কাটার কৌশলের জেরে ভাগ্য পরিবর্তন করে গিতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারেন এই নখ কাটার কৌশলেই।

স্নানের পর নখ কাটবেন না: স্নানের পরে নয়, সবসময় নখ কাটুন স্নানের আগে। নখ কাটার পর পরই স্নান করা উচিত নয়। এই নিয়ম মেনে চললে বহু ত্রুটি কেটে যেতে পারে। স্নানের পর নখ কাটা হলে লক্ষ্মীদেবীও তুষ্ট হন। এছাড়াও, কোনও না কোনও সমস্যা সারা দিন ধরেই থাকে, তাই সবসময় মনে রাখবেন স্নানের পরপরই নখ না কাটা। এর পাশাপাশি চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।

এদিনে নখ কাটবেন না:  সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও গ্রহণের সময় ভুল করেও নখ কাটা উচিত নয়। মনে করা হয়, এদিন নখ কাটা হলে ঋণের বোঝা দিন দিন বেড়ে চলে। ধীরে ধীরে আর্থিক অবস্থারও অবনতি দেখা যেতে পারে। এছাড়া বৈবাহিক সম্পর্কের উত্থান-পতন রয়েছে। সব সময় বুধ ও শুক্রবার নখ কাটা উচিত। এ দিনগুলিতে নখ কাটা সমস্ত ধরণের ত্রুটি দূর করে। সুখ ও সমৃদ্ধির শুভ সম্ভাবনা তৈরি করে।