AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পয়লা জানুয়ারিতে ভুলেও করবেন না এই ৫টি কাজ! না হলে সুখ পালিয়ে দুঃখ আসবে ধেয়ে

নতুন বছরকে স্বাগত জানাতে আমরা অনেক পরিকল্পনাই করি—কেউ মন্দির-মজিদে পুজো দেন, কেউ করেন দান-ধ্যান। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে, বছরের প্রথম দিনটি ঠিক কেমন কাটবে, তার ওপর নির্ভর করে সারা বছরের সুখ-সমৃদ্ধি।

পয়লা জানুয়ারিতে ভুলেও করবেন না এই ৫টি কাজ! না হলে সুখ পালিয়ে দুঃখ আসবে ধেয়ে
| Updated on: Dec 26, 2025 | 8:39 PM
Share

ক্যালেন্ডারের পাতা উল্টে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ২০২৬। ১ জানুয়ারি শুধু তারিখ বদলায় না, সঙ্গে নিয়ে আসে নতুন আশা আর নতুন সংকল্প। নতুন বছরকে স্বাগত জানাতে আমরা অনেক পরিকল্পনাই করি—কেউ মন্দির-মজিদে পুজো দেন, কেউ করেন দান-ধ্যান। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে, বছরের প্রথম দিনটি ঠিক কেমন কাটবে, তার ওপর নির্ভর করে সারা বছরের সুখ-সমৃদ্ধি।

বিশেষজ্ঞরা বলেন, বছরের প্রথম দিনে কিছু কাজ করা অত্যন্ত শুভ, আবার কিছু কাজ করলে সারা বছর দুর্ভাগ্যের ছায়া পিছু ছাড়তে পারে। জেনে নিন ২০২৬-এর প্রথম দিনে কোন কাজগুলো ভুলেও করবেন না:

১. আর্থিক লেনদেন থেকে সাবধান বছরের প্রথম দিন কাউকে টাকা ধার দেওয়া বা কারও থেকে ধার নেওয়া—উভয়ই এড়িয়ে চলা উচিত। জ্যোতিষবিদদের মতে, ১ জানুয়ারি টাকা লেনদেন করলে সারা বছর আর্থিক অনটন বা টানাটানির মধ্যে কাটার সম্ভাবনা থাকে। এমনকি পুজোর সামগ্রী বা রেশনের মতো ছোট কেনাকাটার ক্ষেত্রেও আগেভাগে ব্যবস্থা করে রাখা ভালো, যাতে ওইদিন বড় কোনো দেনা-পাওনা করতে না হয়।

২. পোশাক নির্বাচনে সতর্কতা নতুন বছরের শুরুটা হওয়া উচিত উজ্জ্বল ও ইতিবাচকভাবে। এদিন ছেঁড়া, পুরনো কিংবা কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। এছাড়া অন্যের থেকে ধার করা পোশাকও এদিন পরবেন না। জ্যোতিষ মতে, এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং জীবনে দুর্ভাগ্যের পথ প্রশস্ত হয়।

৩. ঘর অন্ধকার রাখবেন না বছরের প্রথম দিন ঘর যেন থাকে আলোয় ঝলমলে। বিশেষ করে বাড়ির ‘ঈশান কোণ’ (উত্তর-পূর্ব দিক) কোনোভাবেই অন্ধকার রাখবেন না। বাস্তু শাস্ত্র অনুযায়ী, এই কোণে অন্ধকার থাকলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং আর্থিক অভাব বা দারিদ্র্য দানা বাঁধতে পারে।

৪. অলসতাকে বিদায় দিন কথায় আছে, বছরের প্রথম দিনটি আপনি যেমনভাবে কাটাবেন, সারা বছর আপনার তেমন মেজাজেই কাটবে। তাই ওইদিন খুব দেরি করে ঘুম থেকে ওঠা শুভ নয়। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে দিন শুরু করা উচিত। অলসতা জীবনের উন্নতিতে বাধা সৃষ্টি করে, তাই বছরের শুরুটা হোক কর্মতৎপরতার সঙ্গে।

৫. কলহ ও অশান্তি এড়িয়ে চলুন যে বাড়িতে আনন্দ ও হাসিখুশি পরিবেশ থাকে, সেখানেই মা লক্ষ্মীর স্থায়ী নিবাস। বছরের প্রথম দিনেই বাড়ির সদস্যদের সঙ্গে ঝগড়া বা তর্কে জড়াবেন না। মনে রাখবেন, বছরের শুরুর দিনটি যদি অশান্তিতে কাটে, তবে তার মানসিক রেশ সারা বছর আপনার সঙ্গী হতে পারে।

২০২৬ সালকে হাসি-আনন্দ আর শান্তির মাধ্যমে বরণ করে নিন। ছোট ছোট এই নিয়মগুলো মেনে চললে আপনার আগামী দিনগুলো হয়ে উঠতে পারে আরও উজ্জ্বল ও সমৃদ্ধ।