AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাঁস দেখে সরস্বতী প্রতিমা কিনুন, কেমন হওয়া উচিত বাগদেবীর হংসবাহন?

তবে শাস্ত্রীয় রীতি মেনে প্রতিমা নির্বাচনের ক্ষেত্রে শুধু দেবীর মুখশ্রী দেখলেই চলে না, নজর দিতে হবে তাঁর বাহন ‘হংস’-এর উপরও। সরস্বতী প্রতিমায় হাঁস কেমন হওয়া উচিত, তা নিয়ে হিন্দু শাস্ত্রে রয়েছে বিশেষ ব্যাখ্যা।

হাঁস দেখে সরস্বতী প্রতিমা কিনুন, কেমন হওয়া উচিত বাগদেবীর হংসবাহন?
| Updated on: Jan 22, 2026 | 6:29 PM
Share

শুক্রবার শ্রীপঞ্চমী। ঘরে ঘরে বাগদেবীর আরাধনার প্রস্তুতি তুঙ্গে। কুমোরটুলি থেকে জেলা মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাচ্ছে প্রতিমা। তবে শাস্ত্রীয় রীতি মেনে প্রতিমা নির্বাচনের ক্ষেত্রে শুধু দেবীর মুখশ্রী দেখলেই চলে না, নজর দিতে হবে তাঁর বাহন ‘হংস’-এর উপরও। সরস্বতী প্রতিমায় হাঁস কেমন হওয়া উচিত, তা নিয়ে হিন্দু শাস্ত্রে রয়েছে বিশেষ ব্যাখ্যা।

কেন রাজহাঁসই দেবীর প্রিয়?

পুরাণ মতে, রাজহাঁস হল পবিত্রতা, বিবেক এবং জ্ঞানের প্রতীক। হাঁসের একটি বিশেষ গুণ হল ‘নীর-ক্ষীর’ বিচার করার ক্ষমতা। অর্থাৎ, জল মিশ্রিত দুধ থেকে সে শুধুমাত্র দুধটুকু গ্রহণ করতে পারে। মানুষের জীবনেও জ্ঞান ও অজ্ঞানের ভিড়ে সঠিক পথ বেছে নেওয়ার ক্ষমতা দান করেন মা সরস্বতী। তাই প্রতিমায় বাহন হিসেবে হাঁসের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমা কেনার সময় হাঁসের যে বিষয়গুলো খেয়াল রাখবেন:

রাজহাঁস বনাম পাতিহাঁস: শাস্ত্রীয় বিচারে দেবীর বাহন হওয়া উচিত শুভ্র ‘রাজহাঁস’। রাজহাঁসের লম্বা ও সুঠাম গলা, আভিজাত্য এবং আধ্যাত্মিক চেতনার প্রতীক। কেনার সময় খেয়াল রাখুন হাঁসটি যেন বলিষ্ঠ এবং সুন্দর করে গড়া হয়।

বর্ণ বা রঙ: হাঁসটি হতে হবে দুগ্ধশুভ্র বা ধবধবে সাদা। সাদা রঙ হল সত্ত্বগুণের প্রতীক। বর্তমানে অনেক শিল্পী আধুনিকতার ছোঁয়ায় হাঁসে সোনালি বা রুপোলি রঙের ব্যবহার করেন, তবে শাস্ত্রীয় আরাধনার ক্ষেত্রে ধবধবে সাদা হাঁসকেই শ্রেষ্ঠ ধরা হয়।

বসার ভঙ্গি: দেবীর পায়ের কাছে হাঁসটি এমনভাবে থাকা উচিত যেন মনে হয় সেটি দেবীর চরণে শরণ নিয়েছে। অনেকে এমন প্রতিমা পছন্দ করেন যেখানে হাঁসটি চঞ্চল হয়ে জলকেলিতে ব্যস্ত। কিন্তু ধ্যানের প্রতিমার ক্ষেত্রে শান্ত এবং স্থিতধী হাঁসই বেশি মানানসই।

মুখভঙ্গি ও চোখ: হাঁসের চোখ যেন সজীব এবং শান্ত দেখায়। অনেক ক্ষেত্রে প্রতিমার হাঁসের চোখে রাগী ভাব ফুটে ওঠে, যা শাস্ত্র মতে কাম্য নয়। হাঁসের চঞ্চু বা ঠোঁটটি যেন স্পষ্ট এবং সুন্দর কারুকার্যময় হয়। এবং তা যেন নিম্মমুখী না হয়।

প্রতিমা কেনার সময় দেখে নেবেন হাঁসটি যেন কোনোভাবেই দেবীর চরণে আঘাত না পায় বা তার অবস্থান যেন অশোভন না হয়। মা সরস্বতীর পায়ের কাছে হাঁসটি ডানা মেলে বসে থাকা মানে হলো জ্ঞানের প্রসারের ইঙ্গিত।

শাস্ত্র মতে, সঠিক বাহনযুক্ত প্রতিমা আরাধনায় মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি পায়। তাই এবারের সরস্বতী পূজায় প্রতিমা বাছাইয়ের সময় কেবল দেবীর অলঙ্কার বা সাজসজ্জা নয়, নজর দিন হংসবাহনের শুদ্ধ রূপটির দিকেও।