Numerology: আপনার জন্ম তারিখ কি ৪, ১৩, ২২ বা ৩১ তারিখ? কেমন হয় তাঁদের জীবন?

Dec 10, 2024 | 8:15 PM

Numerology: আবার চিনেও এই সংখ্যাতত্ত্বের বেশ প্রচলন রয়েছে। বিশেষ করে চিনা বাস্তু শাস্ত্র অর্থাৎ ফেং শ্যুইতে সংখ্যাতত্ত্বকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়।

Numerology: আপনার জন্ম তারিখ কি ৪, ১৩, ২২ বা ৩১ তারিখ? কেমন হয় তাঁদের জীবন?

Follow Us

জ্যোতিষে যারা ভরসা রাখেন, তাঁদের অল্প হলেও সংখ্যাতত্ত্ব সম্পর্কে ধারণা রয়েছে। পাশ্চাত্য দেশেও সংখ্যাতত্ত্বের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু শাস্ত্রেও বেশ গুরুত্বপূর্ণ এই সংখ্যাতত্ত্ব।

আবার চিনেও এই সংখ্যাতত্ত্বের বেশ প্রচলন রয়েছে। বিশেষ করে চিনা বাস্তু শাস্ত্র অর্থাৎ ফেং শ্যুইতে সংখ্যাতত্ত্বকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়।

চিনা সংখ্যাতত্ত্ব অনুসারে সংখ্যাগুলি ‘yin’ এবং ‘yang’ এই দর্শনের উপর প্রতিষ্ঠিত। ‘yin’ মানে স্ত্রী, চন্দ্র বা মেঘে ঢাকা বা নেগেটিভ আর ‘yang’ মানে পুং, সূর্য, পজিটিভ। এরা পরস্পরের মধ্যে ব্যালান্স বজার রাখে।

বিজোড় সংখ্যা, যেমন ১, ৩, ৫, ৭, ৯-কে ‘yang’ বলা হয়। জোড় সংখ্যা, যেমন ২, ৪, ৬, ৮-কে ‘yin’ বলে। ফেং শ্যুই অনুসারে পাঁচটি তত্ত্ব আছে। জলতত্ত্ব, মৃত্তিকাতত্ত্ব, কাষ্ঠতত্ত্ব, ধাতুতত্ত্ব ও অগ্নিতত্ত্ব।

জলতত্ত্বের প্রতীক ১, মৃত্তিকাতত্ত্বের প্রতীক ২, ৮ ও ৫, কাষ্ঠতত্ত্বের প্রতীক ৩ ও ৪, ধাতুতত্ত্বের প্রতীক ৬ ও ৭ এবং অগ্নিতত্ত্বের প্রতীক ৯।

এই ১ সংখ্যা চিনা মতে পজিটিভ সংখ্যা, এর মানে ‘একতা’ বা ‘ইউনিটি’। ১-এর মধ্যে ‘yin’ এবং ‘Yang’ মধ্যে সমতা আছে, তাই সংখ্যাটি পূর্ণ সংখ্যা।

চিনা ভাষায় উচ্চারণের উপর ভিত্তি করে সংখ্যার শুভ না অশুভ বিচার করা হয়। চিনা ভাষায় ২-এর উচ্চারণের সময় শুনতে ভাল লাগে, তাই এই সংখ্যা শুভ।

ফেং শ্যুই ৩ জন্মানো, বৃদ্ধি পাওয়া, সৃষ্টিশীলতা, সূর্যোদয়ের প্রতীক।

চিনা মতে সব থেকে খারাপ আর ভয়ের সংখ্যা ৪। চিনা ভাষায় উচ্চারণের সময় ৪-এর উচ্চারণ খারাপ শুনতে লাগে। এই সংখ্যার সঙ্গে জড়িয়ে আছে অমঙ্গল, মৃত্যু। যে সব সংখ্যার যোগ ৪ হয় তাও অশুভ বলে মনে করা হয়। যেমন ধরুন ৪, ১৩, ২২, ৩১। তাই এই সব দিনে যাঁদের জন্ম হয় তাঁদের ভাগ্য খারাপ হয় বলে মনে করা হয়।

 

Next Article