Vaastu Tips: মলত্যাগ করার সময় ফোন ঘাঁটেন? শুধু আপনার স্বাস্থ্যই নয়, পুরো বাড়ির বিপদ ডেকে আনছেন আপনি

Dec 24, 2024 | 6:52 PM

Vaastu Tips: স্বাস্থ্যের সঙ্গে সঙ্গেই বাস্তুর উপরেই খারাপ প্রভাব ফেলে এই অভ্যাস। জানেন বাথরুমে মোবাইল নিয়ে গেলে কী ভয়ানক প্রভাব পড়তে পারে?

Vaastu Tips: মলত্যাগ করার সময় ফোন ঘাঁটেন? শুধু আপনার স্বাস্থ্যই নয়, পুরো বাড়ির বিপদ ডেকে আনছেন আপনি
বাথরুমে মোবাইল নিয়ে গেলে কী হয় জানেন?
Image Credit source: StefaNikolic/E+/Getty Images

Follow Us

বাথরুমে গিয়ে মোবাইল ঘাঁটার অভ্যাস আজকাল অনেকের থাকে। ঘণ্টার পর ঘণ্টা মোবাইল নিয়ে গিয়ে বাথরুমে কাটাতে ভালবাসেন অনেকেই। মোবাইলে খবর দেখা, ভিডিও বা রিল দেখে কখন যে সময় কেটে যায় তা বুঝতে পারেন না। তবে এই অভ্যাস কিন্তু মোটে ভাল নয়। চিকিৎসকেরা বার বার বাথরুমে মোবাইল নিয়ে যেতে বারণ করেন। তবে স্বাস্থ্যের সঙ্গে সঙ্গেই বাস্তুর উপরেই খারাপ প্রভাব ফেলে এই অভ্যাস। জানেন বাথরুমে মোবাইল নিয়ে গেলে কী ভয়ানক প্রভাব পড়তে পারে?

জ্যোতিষ শাস্ত্র বলছে মোবাইল নিয়ে কখনই বাথরুমে যাওয়া উচিত নয়। এতে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বাস্তু দোষ দেখা দিতে পারে।

বাস্তু মতে, বাথরুমে মোবাইল ফোন ব্যবহার করলে বুধ ও রাহু গ্রহের দোষ হয়। এই দুটি গ্রহই ক্ষয় হতে শুরু করে। বাড়ির বাথরুম ১২ তম বাড়ির প্রতিনিধিত্ব করে। বুধ এই বাড়িতেই বিরাজমান থাকে। এমন পরিস্থিতিতে টয়লেটের ভিতরে বসে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করলে বুধের কুপ্রভাব পড়তে পারে।

এই খবরটিও পড়ুন

কোনও ব্যক্তির বুধের অবনতি হলে আত্মবিশ্বাস হ্রাস পায়। কমিনিউকেশন স্কিল নষ্ট হয়ে যেতে পারে। নিজের ভাবনা সঠিক ভাবে প্রকাশ করতেও সমস্যা হতে পারে।

বুধের কুপ্রভাবে ত্বকের নানা সমস্যাও দেখা দিতে পারে। আবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ঘণ্টার পর ঘণ্টা বাথরুমে বসে থাকলে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে কুপ্রভাব ফেলে। নানা রোগ হতে পারে। এর ফলে হজমের সমস্যা বেড়ে যায়। স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি বাড়ে।

এছাড়াও বাস্তুশাস্ত্র মতে বাস্তু দোষ এড়াতে হলে মোবাইলে কভারে কখনই ভগবানের ছবি রাখা উচিত নয়। মোবাইল ওয়ালপেপারে হিংস্র প্রাণীর বা মনে ভয়ের সৃষ্টি করে এমন ছবি রাখবেন না। না হলে এই বাস্তু দোষ জীবনে কষ্ট ডেকে আনতে পারে।

Next Article