AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup 2023 Schedule : সেমি-সহ বিশ্বকাপের ৫ ম্যাচ ইডেনে, মোদী স্টেডিয়ামে ভারত-পাক

Cricket World Cup 2023 Fixtures : বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে।

ICC World Cup 2023 Schedule : সেমি-সহ বিশ্বকাপের ৫ ম্যাচ ইডেনে, মোদী স্টেডিয়ামে ভারত-পাক
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
| Updated on: Jun 27, 2023 | 1:57 PM
Share

দীর্ঘ অপেক্ষার অবসান। ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বর মাসে আইসিসি ওডিআই বিশ্বকাপ। খসড়া সূচি প্রকাশ্যে এসেছিল আগেই। মঙ্গলবার সকালে মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল বিশ্বকাপের সূচি। আইসিসির সিইও জিওফ অ্যালেরডাইস, বিসিসিআই সচি জয় শাহ, বীরেন্দ্র সেওয়াগ, মুথাইয়া মুরলিধরণ সূচি ঘোষণা করলেন। আর এরই সঙ্গে বেজে গেল বিশ্বকাপের দামামা। আজ থেকে ঠিক ১০০ দিন পর ভারতের মাটিতে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। ধর্মশালা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, কলকাতা, লখনউ, গুয়াহাটি, পুনে, হায়দরাবাদ- মোট ১০টি ভেনুতে ৪৮টি ম্যাচৃ খেলা হবে। টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন ফরম্যাটে। মোট ৪৫টি গ্রুপ পর্বের ম্যাচ। পাকিস্তানের প্রবল বিরোধিতা সত্ত্বেও ভারত-পাক ম্যাচ হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ইডেন গার্ডেন্স পাচ্ছে মোট পাঁচটি ম্যাচ। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হচ্ছে কলকাতায়। ইডেন যে সেমিফাইনাল ম্যাচ পাচ্ছে সেই খবর আগেই ছিল। আনুষ্ঠানিক ঘোষণায় তাতে সিলমোহর পড়ল। বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। ১৯ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ। উদ্বোধন ও ফাইনাল দুটি ম্যাচেরই ভেনু আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বৈরথ দিয়ে। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল এই দুটি টিম। ভারতীয় দল অভিযান শুরু করবে এর ঠিক তিনদিন পর। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। ১৩ অক্টোবর লখনউয়ের মাঠে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বহু প্রতিক্ষীত ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ২০১৯ সালে শেষবার ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টারে। হাই স্কোরিং ম্যাচ জিতেছিল ভারত। ২০ অক্টোবর বেঙ্গালুরুতে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। পরদিনই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচ।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট টিম ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে ধর্মাশালা স্টেডিয়ামে। ম্যাচটি রয়েছে ২২ অক্টোবর। ৪ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ২৯ অক্টোবর ভারত-ইংল্যান্ড ম্যাচ রয়েছে লখনউতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলা হবে কলকাতায়। ১২ নভেম্বর পাকিস্তান-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্ব।

নকআউট স্টেজ

দুটি সেমিফাইনাল ম্যাচ খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ইডেন গার্ডেন্সে। ১৫ নভেম্বর প্রথম সেমিফাইনাল ম্যাচ রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কলকাতায়। সেমিফাইনাল ম্যাচে রিজার্ভ ডে থাকছে। ১৯ নভেম্বর বিশ্বকাপের মেগা ফাইনাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ২০ নভেম্বর দিন থাকছে রিজার্ভ ডে হিসেবে। তিনটি নকআউট ম্যাচ শুরু হবে দুপুর ২টো থেকে।