AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম একাদশে ৪ পরিবর্তন

মেলবোর্নে ভারতের প্রথম একাদশ থেকে বাদ পড়লেন ঋদ্ধি। জায়গা হল না কে এল রাহুলের।

বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম একাদশে ৪ পরিবর্তন
মেলবোর্নে ভারতীয় দলে ৪ পরিবর্তন। ছবি-বিসিসিআই।
| Updated on: Dec 25, 2020 | 2:33 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে ৪ পরিবর্তন। টেস্ট শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রত্যাশামতই বাদ পড়লেন মুম্বইয়ের ওপেনার পৃথ্বী শ। অ্যাডিলেডে দুই ইনিংসেই ব্যর্থ হন পৃথ্বী। তার জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে শুভমান গিলের। ২০১৮ সালে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পৃথ্বীর অধিনায়কত্বে খেলেছিলেন শুভমান।

পঞ্জাবের শুভমন গিলের মতই মেলবোর্নে টেস্ট অভিষেক হচ্ছে পেসার মহম্মদ সিরাজের। হাতে চোট পাওয়া মহম্মদ সামির জায়গায় খেলবেন তিনি। ভারতের প্রথম একাদশে ফিরছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। মাথায় আঘাত পেয়ে আর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শেষ দুটো টি-২০ আর অ্যাডিলেড টেস্টে খেলেননি সৌরাষ্ট্রের অলরাউন্ডার। বৃহস্পতিবারই ফিটনেস টেস্ট হয় তার। ফিট হয়ে দলে ফিরছেন জাদেজা।

ভারতের প্রথম একাদশ

বাদের তালিকায় বাংলার ঋদ্ধিমান সাহাও। ঋদ্ধির জায়গায় কামব্যাক হচ্ছে ঋষভ পন্থের। তবে ভারতীয় মিডলঅর্ডারে জায়গা হয়নি কে এল রাহুলের। অ্যাডিলেডে ব্যর্থ হলেও হনুমা বিহারির ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:‘হলুদ বসন্ত’ এল শীতেই, হলদির ছবি শেয়ার করলেন যুজবেন্দ্র চহাল, ধনুশ্রী ভর্মা

কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করার পাশাপাশি ৪ নম্বরে সম্ভবত ব্যাট করবেন রাহানেই। পাঁচে আসবেন হনুমা বিহারি। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনিংয়ে শুভমান গিল। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে টিম ইন্ডিয়া।