বুধবার থেকে লাল-হলুদ অনুশীলনে ব্রাইট

কেরালা ব্লাস্টার্স থেকে সবুজ-মেরুনে নাওরেম। ভিকুনার দলে গেলেন শুভ ঘোষ।

বুধবার থেকে লাল-হলুদ অনুশীলনে ব্রাইট
বুধবার থেকে লাল-হলুদ অনুশীলনে ব্রাইট। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Dec 29, 2020 | 6:46 PM

TV9 বাংলা ডিজিটাল: কোয়ারেন্টিন কাটিয়ে বুধবার থেকেই অনুশীলনে নামছেন এসসি ইস্টবেঙ্গলের নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনোবাখারে। বছরের প্রথম ম্যাচে তরুণ নাইজেরিয়ান স্ট্রাইকারকে মাঠে নামাতে মরিয়া লাল-হলুদ শিবির। উইগান,উলফসের মত ক্লাবে খেলে আইএসএলের মঞ্চে নামতে চলেছেন ব্রাইট। এটিকে মোহনবাগান থেকে রিলিজ নিয়ে লাল-হলুদে যোগ দিয়েছেন সাইডব্যাক অঙ্কিত মুখার্জিও। জানুয়ারি উইন্ডোয় একজন ভারতীয় মিডফিল্ডার আর একজন গোলকিপার চাইছে টিম ম্যানেজমেন্ট। তরুণ প্রতিশ্রুতিমান এক ফুটবলারকে গোয়ায় পাঠাচ্ছে এসসি ইস্টবেঙ্গল কর্তারা। কোচের পছন্দ হলে দলে নেওয়া হবে তাকে।

জানুয়ারিতে এসসি ইস্টবেঙ্গলের স্কোয়াডে ঢুকছেন রাজু গায়কোয়াড়ও। তবে চোট পাওয়া অ্যারনকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ওয়েলসের ফুটবলার এখনও চোটমুক্ত নন। অ্যারন না পারলে তার জায়গায় নথিভুক্ত করা হবে ক্যালাম উডসকে।

আরও পড়ুন:প্রয়াত অলিম্পিয়ান নিখিল নন্দী

এদিকে সবুজ-মেরুনে ফিরলেন নংডোম্বা নাওরেম। গত মরসুমে মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছিলেন ভারতের হয়ে যুব বিশ্বকাপ খেলা এই ফুটবলার। চলতি আইএসএলে কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের হয়ে সেভাবে সুযোগ পাননি। হাবাসের দলে নিজেকে মেলে ধরার সুযোগ তরুণ এই উইঙ্গারের। পরিবর্তে এটিকে মোহনবাগান থেকে ভিকুনার দলে গেলেন তরুণ স্ট্রাইকার শুভ ঘোষ।