Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta Football League: তিন প্রধানকে রেখেই লিগ, আইএফএ-কে চিঠি মোহনবাগানের

মঙ্গলবারের বৈঠক শুরুর আগে আইএফএ-কে চিঠি পাঠায় এটিকে মোহনবাগান। চিঠিতে তারা জানায়, ডুরান্ড আর এএফসি কাপের ম্যাচ থাকায় কলকাতা লিগে ৩-৪টে ম্যাচ খেলতে তাদের আপত্তি নেই।

Calcutta Football League: তিন প্রধানকে রেখেই লিগ, আইএফএ-কে চিঠি মোহনবাগানের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2022 | 9:29 PM

কলকাতা: মঙ্গলবার প্রিমিয়ার এ ডিভিশনের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসে আইএফএ (IFA)। সেই বৈঠকেও গরহাজির এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বাকি সমস্ত ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আইএফএ-র বৈঠকে। প্রায় ৩ ঘণ্টার বৈঠক চলে সুতারকিন স্ট্রীটে। বেশ উত্তপ্ত হয়ে ওঠে আইএফএ-র বৈঠক। মূলত তিন প্রধানের বিরুদ্ধেই সরব হয় ছোট ক্লাবগুলো। লিগের ফরম্যাট, প্রোমোশন, রেলিগেশন নিয়ে চলে বাগবিতণ্ডা। তিন প্রধানকে রেখেই লিগ সাজাচ্ছে আইএফএ। ছোট ক্লাবগুলোর আপত্তি হল, তিন প্রধানকে বাড়তি সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে। আর তা করতে গিয়ে তাদের কথা ভাবছে না রাজ্য ফুটবল সংস্থা।

২৭ জুলাই থেকে শুরু কলকাতা লিগের প্রিমিয়ার এ ডিভিশনের খেলা। ৩ প্রধান সরাসরি খেলবে সুপার সিক্সে। বাকি ১১ দলের মধ্যে হবে লিগ। সেখান থেকে পয়েন্টের বিচারে সেরা ৩ দল কোয়ালিফাই করবে সুপার সিক্সে। এরপর সুপার সিক্সে নিজেদের মধ্যে ম্যাচ খেলার পরই পয়েন্টের বিচারে সেরা দল লিগ চ্যাম্পিয়ন হবে‌। গত বছর প্রথম দুই দলের মধ্যে হয়েছিল ফাইনাল। এ বার তা হচ্ছে না‌। লিগ শুরুর দিন ঘোষণা হলেও সূচি ঘোষণা হয়নি। এগারো দলের খেলা শেষ হওয়ার পর ডুরান্ডের সূচি দেখে তিন প্রধানের সূচি তৈরি করবে আইএফএ। সেপ্টেম্বরের মধ্যেই কলকাতা লিগ শেষ করার ইচ্ছে আইএফএ-র। তিন প্রধান সরাসরি খেলবে সুপার সিক্সে। এ নিয়ে আপত্তি জানায় ছোট দলগুলো। ডুরান্ডের খেলা থাকায় তিন প্রধানকে বাড়তি সুবিধা দিয়েছে আইএফএ। লিগের ফরম্যাটের পাশাপাশি রেলিগেশন নিয়েও আপত্তি তোলে ছোট ক্লাবগুলো। কারণ, তিন প্রধান অবনমনের আওতার বাইরে থাকছে। তাই বিরোধিতা করে ছোট ক্লাবগুলো। এ দিকে রেলিগেশন না থাকলে চাপে পড়ছে আইএফএ। কারণ, তলার ডিভিশন থেকে কোনও ক্লাব পরবর্তী পর্যায়ে কোয়ালিফাই করতে পারছে না। গভর্নিং বডির বৈঠকে ফের এটা নিয়ে আলোচনায় বসবে আইএফএ।

মঙ্গলবারের বৈঠক শুরুর আগে আইএফএ-কে চিঠি পাঠায় এটিকে মোহনবাগান। চিঠিতে তারা জানায়, ডুরান্ড আর এএফসি কাপের ম্যাচ থাকায় কলকাতা লিগে ৩-৪টে ম্যাচ খেলতে তাদের আপত্তি নেই। সুপার সিক্সে ৫টা করে ম্যাচ খেলতে হবে‌। এ প্রসঙ্গে বাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আইএফএ-র থেকে চিঠি পাওয়ার পরই যা বলার বলব।’ একই সঙ্গে আইএফএ-র কাছে মোহনবাগানের যে পাওনা রয়েছে তা নিয়েও চিঠি পাঠায় সবুজ-মেরুন। এ প্রসঙ্গে আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় বলেন, ‘সব ক্লাবেরই কিছু না কিছু টাকা বাকি আছে। সবাই যদি কিছু শতাংশ করে টাকা দাবি করে, তা এখনই দেওয়া সম্ভব নয়। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।’

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'