সুপার লিগের সমালোচনায় বেকহ্যাম-কতোনা

বেকহ্যাম নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘যে ফুটবলটাকে আমরা ভালোবাসি, সেটা এখন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে।’

সুপার লিগের সমালোচনায় বেকহ্যাম-কতোনা
সুপার লিগ নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন ফুটবলাররা। ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Updated on: Apr 20, 2021 | 6:17 PM

লন্ডন: ফুটবল এখন বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে! আর কেউ নন, বক্তার নাম ডেভিড বেকহ্যাম (David Beckham)। ইউরোপের সেরা যে ১২টা ক্লাব সুপার লিগ (super league) আয়োজন করতে চলেছে, তার তিনটেতে খেলেছেন বেকহ্যাম। কিন্তু তাদেরই নতুন লিগ করার ভাবনা আশ্চর্য করে তুলেছে প্রাক্তন ফুটবলারকে। বেকহ্যাম নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘যে ফুটবলটাকে আমরা ভালোবাসি, সেটা এখন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে।’

View this post on Instagram

A post shared by David Beckham (@davidbeckham)

উয়েফার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সুপার লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, দুই ম্যাঞ্চেস্টারের মতো প্রথম সারির ক্লাবগুলো। এই ঘটনা শুধু ফুটবল বিশ্বে আটকে নেই। ইউরোপিয়ান দেশগুলোর রাজনীতিও মিশে গিয়েছে এর সঙ্গে। সুপার লিগ নিয়ে নানা মহলের নানা লোক মন্তব্য করছেন। একা বেকহ্যাম নন, এরিক কতোনাও এই সুপার লিগের তীব্র সমালোচনা করেছেন। এই লিগের ফলে সমর্থকদের গুরুত্ব কমে যাবে অনেকটাই। এমনই আশঙ্কা থেকে বেকহ্যাম বলেছেন, ‘আমি ফুটবলকে মনে প্রাণে ভালোবাসি। ফুটবলই আমার জীবন। প্লেয়ার হিসেবে, এখন একটা ক্লাবের মালিক হিসেবে বলতে পারি, সমর্থকদের ছাড়া ফুটবলের কোনো গুরুত্ব নেই।

আরও পড়ুন : মাঝামাঝি কোনও পথ নেই, চরম বার্তা ফিফা প্রেসিডেন্টের

ফুটবলে সবাইকে দরকার। ফুটবলে স্বচ্ছতা যেমন দরকার, তেমনই প্রয়োজন তীব্র প্রতিদ্বন্দ্বিতা। না হলে ফুটবলটা আর ফুটবল থাকবে না।’ বেকহ্যামের সুরেই কতোনাও বলেছেন, ‘সমর্থক ছাড়া ফুটবল হতে পারে না। ওদের প্রাপ্য সম্মানটা করতেই হবে। যে বড় ক্লাবগুলো এমন কাণ্ড করতে চলেছে, তারা কি সমর্থকদের এই ব্যাপারে তাদের মতামত জানতে চেয়েছিল? না। এর থেকে হতাশার আর কিছু হতে পারে না।’