অনামী দলের কাছে অবাক হার জার্মানির

প্রাক বিশ্বকাপে ২০ বছর পর হারল জার্মানি (Germany Football Team)। ২০০১ সালে ইংল্যান্ডের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল জার্মানরা। এরপর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে আর হারেনি তারা। গত নভেম্বরে নেশনস লিগে স্পেনের (Spain) কাছে ০-৬ গোলে পর্যুদস্ত হয়েছিল জার্মানি (Germany)।

অনামী দলের কাছে অবাক হার জার্মানির
জার্মানিকে হারিয়ে চমক উত্তর ম্যাসিডোনিয়ার। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 3:20 PM

ডুইসবার্গ: প্রাক বিশ্বকাপে অঘটন। ঘরের মাঠে উত্তর ম্যাসিডোনিয়ার (North Macedonia) কাছে অবাক হার জার্মানির (Germany)। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ১৭ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল জার্মানরা। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৬৫ নম্বরে রয়েছে উত্তর ম্যাসিডোনিয়া। তারাই কিনা বিশ্বের ১৩ নম্বর টিমকে হারিয়ে চমকে দিল।

আরও পড়ুন: আরও এক বছর সবুজ-মেরুনেই থাকছেন হাবাস

প্রাক বিশ্বকাপে ২০ বছর পর হারল জার্মানি (Germany Football Team)। ২০০১ সালে ইংল্যান্ডের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল জার্মানরা। এরপর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে আর হারেনি তারা। গত নভেম্বরে নেশনস লিগে স্পেনের (Spain) কাছে ০-৬ গোলে পর্যুদস্ত হয়েছিল জার্মানি (Germany)। এরপর প্রাক বিশ্বকাপে আইসল্যান্ড আর রোমানিয়ার বিরুদ্ধে জেতে জোয়াকিম লোয়ের ছেলেরা। খেলার প্রথমার্ধের ইনজুরি টাইমে ৩৭ বছরের ফুটবলার গোরান প্যান্দেভের গোলে এগিয়ে যায় উত্তর ম্যাসিডোনিয়া। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে সমতায় ফেরান গুন্দোয়ান। ৮৫ মিনিটে এলজিফ এলমাস জয়সূচক গোল করেন উত্তর ম্যাসিডোনিয়ার হয়ে। জার্মানির টিমো ওয়ের্নার সহজ গোল মিস না করলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত।

গত রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি। এরপর নভেম্বরে স্পেনের কাছে বড় হার। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে এ বার অনামী উত্তর ম্যাসিডোনিয়ার কাছে অবাক হার। চলতি বছরের জুলাইয়ে ইউরো শেষের পর কোচের দায়িত্ব ছাড়বেন জোয়াকিম লো। ১৫ বছর ধরে জার্মানির কোচ থাকার পর অবশেষে তিনি সরে যাবেন। সময়টা সত্যিই ভালো যাচ্ছেনা জার্মানির। চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপের প্রথম সংস্করণে প্রবেশ করতে পারেনি। ১৯৫০ বিশ্বকাপে নির্বাসিত করা হয় তৎকালীন পশ্চিম জার্মানিকে। এছাড়া প্রতি বারই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে জার্মানি। গ্রুপ টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে জোয়াকিম লোয়ের দল।