AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oliver Kahn In India: ফের ভারতে অলিভার কান, টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ কিংবদন্তী

Oliver Kahn In India: ফের ভারতে অলিভার কান, টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ কিংবদন্তী

Nandan Paul

|

Updated on: Dec 11, 2023 | 1:51 PM

Share

Oliver Kahn: ১৫ বছর পর আবার ভারতে অলিভার কান। নয়াদিল্লিতে টিভি নাইন বাংলার অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাব দিলেন জার্মান ফুটবলের কিংবদন্তী, যা আগে কখনও দেননি। শুনুন অলিভার কানের অজানা কথা

অলিভার কান (Oliver Kahn) প্রবাদপ্রতিম জার্মান ফুটবলার আবার ভারতে । অনুরাগী ও ভক্তদের টানে আবার ভারতে এসে উদ্বেলিত কান। ২০০৮ এ কলকাতায় শেষ ম্যাচ খেলেন বিশ্বকাপ জয়ী জার্মান গোলরক্ষক অলিভার কান। সেই শেষ ম্যাচের স্মৃতি আজও তাঁর মনে পড়ে। নিজের জীবনের শুরুর দিন গুলো আর নিজের জীবন দর্শন তুলে ধরেন প্রবাদপ্রতিম জার্মান গোলরক্ষক। শৈশবে তাঁর চোখে ছিল বিরাট একটা স্বপ্ন। অনুশীলন ও অনুপ্রেরণা তাঁকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা দিয়েছে।

নিজের বক্তব্যে ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী প্রবাদপ্রতিম জার্মান ফুটবলার অলিভার কান। ফুটবলে ভারত বিশ্বসেরা হবে বলছেন অলিভার কান। ক্লাব ও পেশাদার ফুটবলের সাফল্যের টোটকা বলেন প্রবাদপ্রতিম জার্মান ফুটবলার। ভারতে ফুটবল প্রতিভা খুঁজতে পথ চলা শুরু করছে অলিভার কানের ফুটবল অ্যাকাডেমি।

Published on: Dec 10, 2023 03:04 PM