চাকরি বাঁচাতে জিদানের হাতে ২টি ম্যাচ !

রবিবার লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে হারলে চাপ আরও বাড়বে জিদানের ওপর।

চাকরি বাঁচাতে জিদানের হাতে ২টি ম্যাচ !
রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে চাপে জিদান। ছবি-রিয়াল মাদ্রিদ।
Follow Us:
| Updated on: Dec 04, 2020 | 1:42 PM
TV9 বাংলা ডিজিটাল: অক্টোবর মাসের পর থেকে জয়ের মুখ দেখেনি দল। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই হার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হোক বা লা লিগা, খাদের কিনারায় দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। আর দলের এই পারফরম্যান্সে কোচ জিদানের ভবিষ্যৎ অন্ধকারে। স্পেনের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, জিদানের হাতে আর মাত্র দুটি ম্যাচ। দলের চাকা ঘোরাতে না পারলে পদ ছাড়তে হবে তাঁকে।
চলতি সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শাখতার ডনেস্কের কাছে হারের পর জিদানকে হঠানোর দাবি আরও তীব্র হয়েছে। যদিও নিজের অবস্থানে থেকে সরছেন না ফরাসি কোচ।’আমি পদত্যাগ করব না। আমার মধ্যে এগিয়ে যাওয়ার শক্তি আছে। আমি নিজেকে উজাড় করে দেব। প্লেয়াররাও সেটাই করবে।  খারাপ সময় আগেও এসেছে। আমারা সেটা কাটিয়ে উঠেছি, এবারও কাটিয়ে উঠব ।’ মন্তব্য জিদানের।

রিয়াল ও জিদানের সম্পর্ক কারও অজানা নয়, ফুটবলার বা কোচ, দুই ভূমিকাতেই রিয়ালকে সাফল্যের শিখরে নিয়ে গেছেন তিনি। তাই জিজুকে কিছুটা বাড়তি সময় দেওয়ার দাবি করছেন অনেকেই। রবিবার লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে খেলতে নামবে জিদানের রিয়াল মাদ্রিদ। রিয়ালের থেকে মাত্র এক পয়েন্ট পেছনে আছে তারা। বর্তমানে সেভিয়া দলের কোচ জুলেন লোপেতেগুই। যাঁকে সরিয়ে রিয়াল মাদ্রিদ কোচের পদে বসানো হয়েছিল জিদানকে। সালটা ২০১৯। এবার সেই লোপেতেগুইয়ের কাছে হারলে জিজুকেও হয়তো পদ ছাড়তে হবে। কঠিন সময়ে দাঁড়িয়ে জিদান ফুটবলারদের থেকে সেরাটা চাইছেন। তাদের পারফরম্যানের ওপরই দাড়িয়ে জিদানের ভাগ্য।