Andrey Rublev: এটিপি কাপে খেলা হচ্ছে না করোনা আক্রান্ত আন্দ্রে রুবলেভের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 27, 2021 | 7:26 PM

চলতি মাসেই আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে অ্যান্ডি মারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রুবলেভ। কিন্তু সেখান থেকে ফিরেই মারণ ভাইরাসে কবলে পড়লেন তিনি।

Andrey Rublev: এটিপি কাপে খেলা হচ্ছে না করোনা আক্রান্ত আন্দ্রে রুবলেভের
Andrey Rublev: এটিপি কাপে খেলা হচ্ছে না করোনা আক্রান্ত আন্দ্রে রুবলেভের (ছবি-আন্দ্রে রুবলেভ টুইটার)

Follow Us

বার্সেলোনা: আসন্ন এটিপি কাপে (ATP Cup) খেলা হচ্ছে না, বিশ্বের ৫ নম্বর টেনিস তারকা আন্দ্রে রুবলেভের (Andrey Rublev)। করোনা (COVID19) আক্রান্ত হয়েছেন রাশিয়ান টেনিস তারকা। টুইটারে এই খবর তিনি নিজেই জানিয়েছেন। চলতি মাসেই আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে অ্যান্ডি মারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রুবলেভ। কিন্তু সেখান থেকে ফিরেই মারণ ভাইরাসে কবলে পড়লেন তিনি। বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল এবং ডেনিস শাপোভালোভও এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তাঁরাও করোনা আক্রান্ত হয়েছেন।

রুবলেভ টুইটারে লেখেন, “আমি বর্তমানে বার্সেলোনায় আছি। এবং দুর্ভাগ্যবশত আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমার খুব অল্প উপসর্গ রয়েছে। আমি ডাক্তারদের তত্ত্বাবধানে, এবং সমস্ত প্রোটোকল মেনে আইসোলেশেন রয়েছি। আমি করোনা টিকার দুটি ডোজ়ই নিয়েছিলাম এবং এটিপি কাপ ও অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর মেলবোর্নে তখনই যাব যখন সেটা সবার জন্য নিরাপদ হবে।” হঠাৎ করে মহামারির কবলে পড়ে ভীষণ হতাশ হয়েছেন রাশিয়ান টেনিস স্টার। তিনি টুইটারে আরও লেখেন, “আমি ভীষণ দুঃখিত এবং বিশ্বে যা ঘটছে তা নিয়ে চিন্তিতি। দয়া করে নিজের এবং আপনার চারপাশের মানুষজনের খেয়াল রাখুন। আমি যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে ফেরার চেষ্টা করব।”

এটিপি কাপে রাশিয়ার হয়ে খেলার কথা ছিল রুবলেভের। কিন্তু হঠাৎ করে তিনি করোনা আক্রান্ত হওয়ায় এই টুর্নামেন্টে তাঁর নামা হচ্ছে না। ১৭ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open)। রুবলেভ পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তবেই তিনি খেলতে পারবেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে।

আরও পড়ুন: India vs South Africa: সেঞ্চুরিয়নে বৃষ্টিতে ধুয়ে গেল দ্বিতীয় দিনের খেলা

আরও পড়ুন: Novak Djokovic: এটিপি কাপে নেই জকোভিচ, সংশয় বাড়ল অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর উপস্থিতি নিয়ে

আরও পড়ুন: Australian Open: নাদাল আছেন, জোকারকে নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা

Next Article
Bajrang Punia: মস্কোতে ২৬ দিনের অনুশীলন ক্যাম্প শুরু করলেন বজরং পুনিয়া