Australian Open: নাদাল আছেন, জোকারকে নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা

রাফায়েল নাদাল (Rafael Nadal) আছেন। কিন্তু নোভাক জকোভিচ (Novak Djokovic)? বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে নিয়ে তীব্র সংশয়। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) আয়োজকরা এমনই দাবি করছেন।

Australian Open: নাদাল আছেন, জোকারকে নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা
Australian Open: নাদাল আছেন, জোকারকে নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 1:35 PM

মেলবোর্ন: রাফায়েল নাদাল (Rafael Nadal) আছেন। কিন্তু নোভাক জকোভিচ (Novak Djokovic)? বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে নিয়ে তীব্র সংশয়। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) আয়োজকরা এমনই দাবি করছেন। আবু ধাবির প্রদর্শনী টুর্নামেন্ট খেলে ফিরে করোনা আক্রান্ত হয়েছেন নাদাল। অস্ট্রেলিয়া ওপেনে তাঁকে খেলতে দেখা যাবে কিনা, তা নিয়ে তিনি নিজেই সংশয় প্রকাশ করেছেন। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা তাঁর খেলা নিয়ে একপ্রকার নিশ্চিত। জোকারকে দেখা যাবে কিনা, তা নিয়েই যত প্রশ্ন।

শীর্ষ কর্তা ক্রেইগ টাইলি বলছেন, ‘নাদালের খেলা নিয়ে কোনও সংশয় নেই। আমার দৃঢ় বিশ্বাস, ওকে এখানে খেলতে দেখা যাবে। যে সব প্লেয়ার করোনা থেকে সুস্থ হয়ে ফিরছে, তাদের খেলা নিয়ে সমস্যা নেই। যত দিন না তারা আবার আক্রান্ত হচ্ছে।’

তা হলে নোভাককে নিয়ে সংশয় কেন? অনেক আগেই অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকদের তরফে জানানো হয়েছিল, যে সব টেনিস প্লেয়ার অংশ নেবেন বছরের প্রথণ গ্র্যান্ড স্লামে, তাঁদের ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা, তা জানাতে হবে টুর্নামেন্ট কমিটিকে। এতেই যত আপত্তি জোকারের। তাঁর যুক্তি হল, প্রতিষেধক নেওয়াটা প্লেয়ারের ব্যক্তিগত বিষয়। তা তিনি জানাবেন কিনা, নির্ভর করছে তাঁর ইচ্ছের উপর। জকোভিচ এই ব্যাপারটা ব্যক্তিগতই রাখতে চান। তারপর থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। সেই কারণেই তিনি সরে যেতে পারেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে, এমনও গুঞ্জন রয়েছে।

টাইলি বলে দিচ্ছেন, ‘নোভাক যদি টুর্নামেন্ট কমিটিকে জানায়, ওর প্রতিষেধক নেওয়া হয়ে গিয়েছে কিংবা ওর কোনও মেজিক্যাল ইস্যু আছে, তা হলে ব্যাপারটা অন্য। মেডিক্যাল ইস্যু থাকলে আমি নোভাককে এ নিয়ে কিছুই জিজ্ঞেস করতে যাব না। সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। শুধু আমাকে পরিস্থিতিটা জানতে হবে। জানুয়ারিতে এটিপি কাপ খেলার জন্য সিডনিতে পৌঁছনোর কথা নোভাকের। তারপর ও যদি অস্ট্রেলিয়ান ওপেন খেলে, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। আমরা বিশ্বের সেরা প্লেয়ারদেরই দেখতে চাই অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু তার জন্য ওকে যাবতীয় শর্ত পূরণ করতে হবে। সেটা না হলে খুব দুর্ভাগ্যজনক হবে ব্যাপারটা।’

নোভাক জকোভিচ এই মুহূর্তে বিশ্বের সেরা টেনিস প্লেয়ার। দানিল মেদভেদের কাছে বছরের শেষে না হারলে এক ক্যালেন্ডার ইয়ারে চারটে গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড করে ফেলতেন তিনি। নতুন মরসুমটা সেই একই তাগিদ নিয়ে শুরু করতে চান জোকার। কিন্তু ভ্যাকসিন বিতর্কের জন্য অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর নামা নিয়েই দেখা দিয়েছে যত সংশয়।

আরও পড়ুন: Rafael Nadal: আবু ধাবি থেকে খেলে ফিরে করোনা আক্রান্ত রাফায়েল নাদাল