India vs South Africa: সেঞ্চুরিয়নে বৃষ্টিতে ধুয়ে গেল দ্বিতীয় দিনের খেলা
সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বেশ কয়েকবার বৃষ্টি বন্ধ হলেও, শেষমেশ বৃষ্টি পুরোপুরি থেমে যায়নি। ফলে ম্যাচ শুরু করা সম্ভব হয়ে ওঠেনি।
ভারত – (প্রথম ইনিংস) ২৭২-৩ (৯০ ওভার) (প্রথম দিন) দ্বিতীয় দিন- বৃষ্টির কারণে খেলা হয়নি
সেঞ্চুরিয়ন: বৃষ্টির পূর্বাভাস ছিলই। আর হলও তাই। সেঞ্চুরিয়নে কোহলি-এলগারদের প্রথম টেস্টের দ্বিতীয় দিন একটা বলও মাঠে গড়াল না। বক্সিং ডে টেস্টের দিন শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেদিনও বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে প্রথম দিন বৃষ্টি না হলেও, দ্বিতীয় দিন ক্রমাগত বৃষ্টির জেরে স্থগিত হয়ে গেল খেলা। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ২৭২। আজ, সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু না হওয়ায়, ভারত এখান থেকে যদি অ্যাডভান্টেজ নিতে পারে, তা হলে সুবিধাজনক জায়গায় থাকবে।
বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে এ দিন, টুইটারে ক্রমাগত সেঞ্চুরিয়নের বৃষ্টির খবর জানানো হচ্ছিল। সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বেশ কয়েকবার বৃষ্টি বন্ধ হলেও, শেষমেশ বৃষ্টি পুরোপুরি থেমে যায়নি। ফলে ম্যাচ শুরু করা সম্ভব হয়ে ওঠেনি। বিসিসিআইয়ের তরফে টুইটারে জানানো হয়, “দুর্ভাগ্যবশত, সেঞ্চুরিয়নে আজ প্রচুর বৃষ্টির কারণে, আজকের খেলা বন্ধ করা হয়েছে। ”
Unfortunately, due to the large volume of rain today at Centurion, play has been called off for the day. #SAvIND pic.twitter.com/NQ5Jbc8MlJ
— BCCI (@BCCI) December 27, 2021
তবে সেঞ্চুরিয়নে বার বার বৃষ্টি হওয়ায়, সুইং ও বাউন্স বেড়ে যেতে পারে। সে কথা মাথায় রাখতে হবে কোহলিব্রিগেডকে। পিচ স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাতে খেলতে আরও সমস্যা বাড়ার কথা। কারণ, প্রথম দিনের তৃতীয় সেশনেই দেখা যাচ্ছিল, পেসারদের বল একটু লো হচ্ছিল। তৃতীয় দিন যদি বৃষ্টি না হয়, কিন্তু পিচ স্যাঁতস্যাঁতে থাকে তা হলে বল লো হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে।
প্রথম দিনের শেষে ক্রিজে ছিলেন কেএল রাহুল (১২২*) ও অজিঙ্ক রাহানে (৪০*)। তৃতীয় দিন বৃষ্টি না হলে, রাহুল-রাহানে জুটি ভারতের স্কোরবোর্ডে বড় রান তোলার চেষ্টা করবেন।
আরও পড়ুন: IND vs SA 1st Test Day 2 Highlights: সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে ভেস্তে গেল দ্বিতীয় দিনের খেলা