AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এপ্রিল মাসে কোন বাইকের বিক্রি হয়েছে কেমন? রইল প্রথম ১০-এর তালিকা

এই তালিকায় শীর্ষে রয়েছে হিরো মোটকর্প সংস্থা। এছাড়াও রয়েছে হন্ডা, টিভিএস, বাজাজ এবং সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া। 

এপ্রিল মাসে কোন বাইকের বিক্রি হয়েছে কেমন? রইল প্রথম ১০-এর তালিকা
ছবি প্রতীকী
| Updated on: May 23, 2021 | 9:53 PM
Share

চলতি বছর এপ্রিল মাসে ৯.৯৫.০৯৭ ইউনিট দু’চাকার যান বিক্রি হয়েছে ভারতে। মার্চ মাসে এই সংখ্যাটা ছিল ১৪,৯৬,৭৫৪। করোনার কারণেই যে দু’চাকার যানবাহন বিক্রিতে এই ঘাটতি দেখা গিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

২০২১ সালে এপ্রিল মাসে কোন বাইকের কত বিক্রি হয়েছে, রইল তার তালিকা-

এই তালিকায় শীর্ষে রয়েছে হিরো মোটকর্প সংস্থা। এছাড়াও রয়েছে হন্ডা, টিভিএস, বাজাজ এবং সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া।

১। গত মাসে হিরো স্প্লেন্ডর বাইক বিক্রি হয়েছে ১,৯৩,৫০৮ ইউনিট। মার্চে এই সংখ্যা ছিল ২,৮০,০৯০। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ৩০.৯ শতাংশ কমেছে বাইকের বিক্রি।

২। দ্বিতীয় স্থানে রয়েছে হন্ডা শাইন। এপ্রিলে এই বাইকের বিক্রি হয়েছে ৭৯,৪১৬ ইউনিট।

৩। তৃতীয় স্থানে রয়েছে হিরো এইচএফ ডিলাক্স। এপ্রিল মাসে এই বাইকের বিক্রি হয়েছে ৭১,২৯৪ ইউনিট।

৪। চতুর্থ স্থানে রয়েছে বাজার অটোর পালসার বাইক। এপ্রিল মাসে এই বাইকের বিক্রি হয়েছে ৬৬,৫৮৬ ইউনিট বাইক।

৫। পঞ্চম স্থানে রয়েছে বাজাজ অটোর প্ল্যাটিনা বাইক। এপ্রিল মাসে এই বাইক ৩৫,৪৬৭ ইউনিট বিক্রি হয়েছে।

৬।  ষষ্ঠ স্থানে রয়েছে টিভিএস মোটর কোম্পানির অ্যাপাচে মডেল। এপ্রিল মাসে এই বাইক বিক্রি হয়েছে ২৯,৪৫৮ ইউনিট

৭। সপ্তম স্থানে রয়েছে হিরো কোম্পানির গ্ল্যামার বাইক। এপ্রিল মাসে এই বাইক বিক্রি হয়েছে ২৩,৬২৭ ইউনিট।

৮। অষ্টম স্থানে রয়েছে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় ক্লাসিক ৩৫০ মডেল। এপ্রিলে ২৩,২৯৮ ইউনিট বিক্রি হয়েছে এই বাইক।

৯। নবম স্থানে রয়েছে হিরো প্যাশন। এপ্রিলে এই বাইকের বিক্রি হয়েছে ১৭,৭৪৮ ইউনিট।

১০। দশ্ম স্থানে রয়েছে হন্ডা ইউনিকর্ন বাইক। এপ্রিল মাসে এই বাইকের বিক্রি হয়েছে ১৬,৬০২ ইউনিট।