Flipkart দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট, জলের দরে বিকোচ্ছে Redmi থেকে Samsung-এর ফোন
Mobile Fest Sale: এই প্ল্যাটফর্মে মোবাইল ফেস্ট সেল চলছে। 24 জানুয়ারি থেকে শুরু হওয়া এই সেলটি 31 জানুয়ারি পর্যন্ত চলবে। এতে আপনি ব্যাঙ্ক অফার, ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের মতো অনেক সুবিধা পাবেন। দেখে নিন তালিকায় কোন কোন ফোন রয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মে চলা এই সেলে আপনি গুগল পিক্সেল 8 (Google Pixel 8), ভিভো (Vivo), স্যামসাং (Samsung) এবং অন্যান্য ব্র্যান্ডের ফোনেও ছাড় পাওয়া যাচ্ছে।

ফ্লিপকার্টে জনপ্রিয় কিছু স্মার্টফোনের উপর অফার দেওয়া হচ্ছে। আর সেই সব অফারের পরে ফোনের দাম অনেকটাই কমে যাচ্ছে। তাই আপনি যদি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। এই প্ল্যাটফর্মে মোবাইল ফেস্ট সেল চলছে। 24 জানুয়ারি থেকে শুরু হওয়া এই সেলটি 31 জানুয়ারি পর্যন্ত চলবে। এতে আপনি ব্যাঙ্ক অফার, ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের মতো অনেক সুবিধা পাবেন। দেখে নিন তালিকায় কোন কোন ফোন রয়েছে।
ই-কমার্স প্ল্যাটফর্মে চলা এই সেলে আপনি গুগল পিক্সেল 8 (Google Pixel 8), ভিভো (Vivo), স্যামসাং (Samsung) এবং অন্যান্য ব্র্যান্ডের ফোনেও ছাড় পাওয়া যাচ্ছে।
মোবাইল ফেস্ট সেল (Mobile Fest Sale)
মোবাইল ফেস্ট সেল (Mobile Fest Sale)-এ অনেক ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। আপনি কানারা ব্যাঙ্ক, ওয়ানকার্ড, ইয়েস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ছাড় পেয়ে যাবেন। এর পাশাপাশি কোম্পানি আপনাকে নো কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার এবং অতিরিক্ত ডিসকাউন্ট অফার করছে। আপনি Flipkart সেল থেকে সস্তায় অনেক ফোন কিনতে পারবেন। Google Pixel 8 ডিসকাউন্টের পরে 63,999 টাকায় কিনে নিতে পারবেন। সম্প্রতি কোম্পানিটি তার মিন্ট কালার লঞ্চ করেছে। আপনি সেটাও এই সেলে পেয়ে যাবেন। এছাড়াও, আপনি 21,999 টাকা ছাড়ের পরে Vivo T2 Pro 5G কিনতে পারেন।
আর কোন কোন ফোনে ছাড় আছে?
আপনি ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে 39,999 টাকায় ছাড়ের পরে Samsung Galaxy S21 FE 5G কিনতে পারবেন। আপনি Samsung F54 5G-তেও ছাড় পাচ্ছেন। অফারের পরে এই ফোনটি 24,999 টাকায় কেনা যাবে। আপনি Vivo T2x কিনতে 11,999 টাকা খরচ করতে হবে। এছাড়াও, আপনি 9,499 টাকায় Redmi 12-এর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে পারবেন। এই দামে আপনি ব্র্যান্ডের 4G ফোনই কিনতে পারবেন। আপনি ডিসকাউন্টের পরে 7,999 টাকায় Galaxy F04 কিনতে পারেন।
