iPhone 13 এখন মাত্র 999 টাকায়, Flipkart-এর দুরন্ত অফার

iPhone 13 Offer Price: ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এই মুহূর্তে অফারে iPhone 13-এর দাম হয়েছে 51,999 টাকা। প্রাথমিক ভাবে এই মডেলের উপরে 13 শতাংশ ছাড় দেওয়ার পরেই এই দামে ফোনটি পাওয়া যাচ্ছে। সবথেকে আকর্ষণীয় অফারে ক্রেতারা এই ফোনের উপরে 49,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন। তার ফলেই iPhone 13-এর দাম হয়ে যাচ্ছে এক্কেবারে 2,999 টাকা। অফারের এখানেই শেষ নয়।

iPhone 13 এখন মাত্র 999 টাকায়, Flipkart-এর দুরন্ত অফার
ব্যাপক ছাড়ে iPhone 13।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 14, 2023 | 6:52 PM

Apple iPhone 13 হল প্রথম কোনও স্মার্টফোন, যাতে ডায়াগনাল রিয়ার ক্যানেরা ডিজ়াইন রয়েছে। কুপার্টিনোর টেক জায়ান্টটি ফোনের সেই এক মডেল এখনও বিক্রি করে চলেছে। এখন iPhone 15 চলে এসে গিয়েছে ঠিকই। তা অনেক বেশি আপগ্রেডেডও। কিন্তু আপনার বাজেট কম থাকলে কী করবেন? সেক্ষত্রে সবথেকে ভাল অপশন হতে পারে iPhone 13। এই মুহূর্তে iPhone-এর বেসিক সব ফিচারগুলিই রয়েছে এতে। মজাদার বিষয়টি হল, iPhone 13-র ফিচার ও স্পেসিফিকেশনের সঙ্গে iPhone 14-র অনেকাংশেই মিল রয়েছে।

সবথেকে কম দামে Apple iPhone 13

সমস্ত ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেই প্রায় দীপাবলির অফারগুলি তুলে নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আপনার খুবই কম দামে একটা iPhone 13 কেনার সুযোগ রয়েছে।

ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এই মুহূর্তে অফারে iPhone 13-এর দাম হয়েছে 51,999 টাকা। প্রাথমিক ভাবে এই মডেলের উপরে 13 শতাংশ ছাড় দেওয়ার পরেই এই দামে ফোনটি পাওয়া যাচ্ছে। সবথেকে আকর্ষণীয় অফারে ক্রেতারা এই ফোনের উপরে 49,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন। তার ফলেই iPhone 13-এর দাম হয়ে যাচ্ছে এক্কেবারে 2,999 টাকা। অফারের এখানেই শেষ নয়। তারপরেও আবার থাকছে HDFC Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় অফার। এই ব্যাঙ্কের কার্ড যাঁদের কাছে রয়েছে, তাঁরা পেয়ে যাবেন আরও অতিরিক্ত 2,000 টাকা। এখন বুঝতেই পারছেন, ফোনটা কত কম দামে আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন! হ্যাঁ, মাত্র 999 টাকায় আপনি এবার একটা iPhone কিনতে পারবেন।

Apple iPhone 13: ফিচার ও স্পেসিফিকেশন

Apple iPhone 13তে রয়েছে 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যা 4K ডলবি ভিসন HDR সাপোর্ট করে ভিডিয়ো রেকর্ডিংয়ের জন্য। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 12MP ট্রুডেপথ ফ্রন্ট ক্যামেরা, যাতে নাইট মোডও রয়েছে।

সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, সিঙ্গেল চার্জে ডিভাইসটি 19 ঘণ্টার ভিডিয়ো প্লেব্যাক সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটটিতে রয়েছে একটি A15 বায়োনিক চিপসেট। এই চিপসেট থাকার ফলে ব্যবহারকারীরা গ্রাফিক্স-ইনটেন্সিভ গেমস খেলতে পারবেন।