নতুন স্মার্টফোন (Smartphones) কিনবেন ভাবছেন? আপনার বাজেট যদি হয় ১৫ হাজার টাকা (Smartphones Under 15,000), তাহলে অবশ্য খোঁজ শুরু করুন ফ্লিপকার্টে (Flipkart)। কারণ এই ই-কমার্স সংস্থায় রয়েছে একগুচ্ছ স্মার্টফোন যাদের দাম ১৫ হাজার টাকার মধ্যে। রিয়েলমি, স্যামসাং, ইনফিনিক্স, পোকো এবং মোটরোলা— এই পাঁচটি কোম্পানির ৫টি ফোন রয়েছে উক্ত তালিকায়। চলুন দেখে নেওয়া যাক এইসব ফোন এবং তাদের খুঁটিনাটি।
রিয়েলমি নারজো ৫০এ- এই ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট (অক্সিজেন ব্লু রঙে) ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়ে— ১২,৪৯৯ টাকায়। এরপর যদি এই ফোনে এক্সচেঞ্জ অফার যুক্ত হয় তাহলে ১১,৪০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে সব মিলিয়ে মোট ছাড় যুক্ত হয়ে ফ্লিপকার্টে রিয়েলমি নারজো ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের অক্সিজেন ব্লু রঙের ভ্যারিয়েন্টের দাম হবে মাত্র ১০৯৯ টাকা।
পোকো এম৩ প্রো ৫জি- এই স্মার্টফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের কুল ব্লু ভ্যারিয়েন্টে রয়েছে ১৬ শতাংশ ছাড়। এর ফলে দাম ১৩,৪৯৯ টাকা। এর সঙ্গে এক্সচেঞ্জ অফার জুড়লে ১২,৭০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। এর ফলে মাত্র ৭৯৯ টাকা দাম পড়বে পোকো এম৩ প্রো ৫জি ফোনের।
ইনফিনিক্স নোট ১১এস- এই ফোনের ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের হেজ গ্রিন রঙের ভ্যারিয়েন্টের দামে ২৪ শতাংশ ছাড় দিয়ে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ১২,৯৯৯ টাকায়। পুরনো ফোনের বদলে এই ফোন কিনলে ১২,৪০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। ফলে সব মিলিয়ে মাত্র ৫৯৯ টাকায় ইনফিনিক্স নোট ১১এস ফোন কেনার সুযোগ থাকছে।
মোটরোলা জি৩১- মোটোরোলার এই স্মার্টফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের নীল রঙে ভ্যারিয়েন্টের আসল দামের উপর ফ্লিপকার্টে রয়েছে ১২ শতাংশ ছাড়। এর ফলে দাম নেমে ১৪,৯৯৯ টাকায়। এর উপর এক্সচেঞ্জ অফার যুক্ত হলে ১৩,৯৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। এই দুটো অফার মিলিয়ে মাত্র ১০৪৯ টাকায় মোটরোলা জি৩১ ফোন কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এফ২২- এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ডেনিম ব্লু রঙের মডেলের আসল দামের উপর ফ্লিপকার্টে ১২ শতাংশ ছাড় দেওয়ায়, দাম কমে হয়েছে ১৪,৯৯৯ টাকা। এর উপর এক্সচেঞ্জ অফার যুক্ত হলে ১৩,৯৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। এই দুটো অফার মিলিয়ে মাত্র ১০৪৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোন কেনা যাবে।
উপরের পাঁচটি ফোনের সঙ্গেই যুক্ত রয়েছে একগুচ্ছ ব্যাঙ্ক অফারও।
আরও পড়ুন- Asus 8z: ভারতে লঞ্চ হল আসুস ৮জেড, দাম কত? দেখে নিন বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন