Itel P55: দেশের সবথেকে সস্তার 5G ফোন, দাম 10,000 টাকারও কম
91 Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, Itel খুব শীঘ্রই তার P55 5G হ্যান্ডসেটটি লঞ্চ করবে। সেটি সংস্থার প্রথম 5G স্মার্টফোনও হতে চলেছে। মনে করা হচ্ছে, এন্ট্রি-লেভেলের এই 5G স্মার্টফোনের দাম হতে পারে 10,000 টাকার কম। আর তা দেশের প্রথম কোনও 5G ফোন, যা এতটা কম দামে নিয়ে আসা হবে।
5G পুরোদমে চালু হওয়ার আগেই ভারতে একগুচ্ছ 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। 5G লঞ্চের পর সেই সংখ্যাটা ঝড়ের গতিতে বেড়েছে। কিন্তু এক্কেবারে বাজেট সেগমেন্টে অর্থাৎ 10,000 টাকার মধ্যে ভারতে কোনও 5G স্মার্টফোন নেই। এবার সেই কাজটাই করতে চলেছে Itel। খুব শীঘ্রই Itel ভারতে এন্ট্রি-লেভেল 5G স্মার্টফোন নিয়ে আসবে বলে জানা গিয়েছে। সেই ফোনের নাম Itel P55। ফোনের ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত না জানা গেলেও তাতে যে 5G কানেক্টিভিটি থাকবে এবং তা-ই ফোনের মূল বৈশিষ্ট্য হতে চলেছে।
91 Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, Itel খুব শীঘ্রই তার P55 5G হ্যান্ডসেটটি লঞ্চ করবে। সেটি সংস্থার প্রথম 5G স্মার্টফোনও হতে চলেছে। মনে করা হচ্ছে, এন্ট্রি-লেভেলের এই 5G স্মার্টফোনের দাম হতে পারে 10,000 টাকার কম। আর তা দেশের প্রথম কোনও 5G ফোন, যা এতটা কম দামে নিয়ে আসা হবে।
দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হতে চলেছে। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষেই Itel P55 5G ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। সংস্থাটি এর মধ্যেই দেশের বাজারে জনপ্রিয়তা অর্জন করেছে এন্ট্রি-লেভেল স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য। কয়েক দিন আগেই দুটি ফোন Itel A60s এবং Itel P40+ দেশে লঞ্চ করা হয়েছিল যথাক্রমে 6,499 টাকা এবং 8,099 টাকায়।
পারফরম্যান্সের দিক থেকে Itel A60s চালিত হচ্ছে একটি কোয়াড-কোর Unisoc SC9863A1 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা রয়েছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, 8MP AI ক্যামেরা এবং অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি, যা 10W চার্জিং সাপোর্ট করবে।
অন্য দিকে Itel P40+ ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর। অত্যন্ত শক্তিশালী একটি 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 6.8 ইঞ্চির HD+ IPS স্ক্রিন রয়েছে, রয়েছে একটি AI নির্ভর 13MP ডুয়াল ক্যামেরা সেন্সর এবং সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।