AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এত কমে! 10,000 টাকার OPPO A17 স্মার্টফোন এখন মাত্র ₹1,600

OPPO A17 Offer: ফোনটিতে একটি 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, যার মেন ক্যামেরা 50MP রয়েছে। এছাড়াও এই ফোনে একটি 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এতে রেজ়োলিউশন 720×1,612 পিক্সেল। এই স্ক্রিনে আপনি 60Hz রিফ্রেশ রেট পাবেন।

এত কমে! 10,000 টাকার OPPO A17 স্মার্টফোন এখন মাত্র ₹1,600
| Updated on: Feb 26, 2024 | 6:30 PM
Share

বেশ কয়েকদিন হয়ে গেল অনলাইন সাইটগুলিতে তেমন কোনও সেল চলছে না। কিন্তু অফার দেওয়া যে একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, তা কিন্তু নয়। অনেক জিনিসের উপরই প্রতিদিন কোনও না কোনও অফার চলে। ফলে তার দাম অনেকটাই কমে যায়। তেমনই একটি স্মার্টফোনের উপর বিরাট ছাড় দেওয়া হচ্ছে। তাই আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। Oppo A17-তে আপনি বিরাট ছাড় পেয়ে যাবেন। দেখে নেওয়া যাক ফোনটি কত টাকায় কিনতে পারবেন?

OPPO A17-তে কী কী অফার পাওয়া যাচ্ছে?

Flipkart-এ আপনি এই অফার পেয়ে যাবেন। ফোনের আসল দাম 14,999 টাকা এবং আপনি এটি 33% ডিসকাউন্টের পরে 9,999 টাকায় অর্ডার করতে পারবেন। ফলে বুঝতেই পারছেন, ফোনের দাম কতটা কমে যাবে। তারপরে আবার আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। UPI-এর মাধ্যমে পেমেন্ট করলে আপনি প্ল্যাটফর্ম আলাদা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে আপনি এই ফোনটি এত কম দামে কিনে ফেলতেই পারেন।

এক্সচেঞ্জ অফারও পাবেন…

এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি আলাদা অফার পাবেন। আপনি যদি আপনার পুরনো স্মার্টফোন Flipkart-এ ফেরত দেন, তাহলে আপনি 8,400 টাকা ছাড় পেয়ে যাবেন। তবে এর জন্য আপনাকে একটি শর্ত মেনে চলতে হবে। অর্থাৎ আপনি আপনার যে পুরনো ফোনটি কোম্পানিকে দেবেন, তার অবস্থা ভাল হতে হবে। এমনকি মডেলটিও একদম লেটেস্ট হতে হবে। তাহলেই আপনি এই পুরো টাকার ছাড় পাবেন। আর সেই পুরো টাকাটা ছাড় পেয়ে গেলে ফোনটি মাত্র 1600 টাকায় কিনতে পারবেন।

OPPO A17-এর ফিচার ও স্পেসিফিকেশন:

ফোনটিতে একটি 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, যার মেন ক্যামেরা 50MP রয়েছে। এছাড়াও এই ফোনে একটি 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এতে রেজ়োলিউশন 720×1,612 পিক্সেল। এই স্ক্রিনে আপনি 60Hz রিফ্রেশ রেট পাবেন। স্ক্রিন টু বডি রেশিও 89.8%। Oppo A17 ফোনে রয়েছে 4GB পর্যন্ত RAM।