অসাধারণ Jio প্ল্যান! 683 টাকা খরচা বাঁচাবে, সারা বছর রোজ 1.5GB করে ডেটা

Jio Latest Plan: 269 টাকার প্ল্যান আপনি যদি বছরে 12 বার রিচার্জ করেন, তাহলে খরচ দাঁড়াচ্ছে 3,228 টাকা। তাহলে 2545 টাকার থেকে কত টাকা বেশি খরচ করতে হচ্ছে বলুন তো? হিসেব করে দেখুন, অঙ্কটা 683 টাকার। তাহলে নিজেই একবার ভেবে দেখুন, মোবাইল রিচার্জের জন্য বছরে একবারে 2545 টাকা খরচ করলে কত টাকা বাঁচাতে পারছেন!

অসাধারণ Jio প্ল্যান! 683 টাকা খরচা বাঁচাবে, সারা বছর রোজ 1.5GB করে ডেটা
কত টাকা খরচ হবে পরে ভাববেন, আগে দেখুন কত টাকা বাঁচাতে পারছেন!

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 18, 2023 | 10:37 PM

Reliance Jio-র ঝুলিতে কিছু এমন রিচার্জ প্ল্যান রয়েছে, যা ব্যবহারকারীদের অজানা। আর অজানা বলেই তাঁদের কাছে কম খরচের হিসেবটাও অধরা থেকে যায়। অনেক সময় দেখা যায় Jio ব্যবহারকারীরা কিছু মাসিক প্ল্যান রিচার্জ করছেন, যাদের ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ পুরো মাসও সেই প্ল্যান ব্যবহার করতে পারছেন না। কিন্তু কোম্পানির ঝুলিতে এমন কিছু বার্ষিক প্ল্যান রয়েছে, যাদের খরচের হিসেবটা কষলে আখেরে সুবিধাই হবে ব্যবহারকারীদের। তেমনই একটি Jio বার্ষিক প্ল্যানের খরচ 2545 টাকা, সারা বছরে আপনাকে এই পরিমাণ অর্থ খরচ করতে হবে। প্ল্যানটি রিচার্জ করলে আপনি এক বছর প্রতিদিন 1.5GB করে ডেটা, আনলিমিটেড কলিং সহ আরও একাধিক অফার পেয়ে যাবেন। সেই জায়গায় আপনার মাসিক প্ল্যানের খরচ সারা বছরের হিসেবে অনেকটাই বেশি। 2545 টাকার Jio প্ল্যানে কী-কী অফার রয়েছে?

Jio 2545 টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানে একজন Reliance Jio ব্যবহারকারী পেয়ে যাবেন মোট 1.5GB ডেটা। প্রাত্যহিক ডেটার কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে 64Kbps হয়ে যাবে। প্ল্যানটিতে গ্রাহকদের আনলিমিটেড 5G কলিং এবং ডেটা স্পিড অফার করা হবে। তবে প্ল্যানের বৈধতা 365 দিনের থেকে সামান্য কম, 336 দিন।

সব মিলিয়ে দেখতে গেলে সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে 2545 টাকার Jio রিচার্জ প্ল্যানে গ্রাহকরা মোট 504GB ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার রয়েছে প্রতিদিন 100টি করে SMS পাঠানোর সুবিধা এবং Jio TV, Jio Cinema, Jio সিকিউরিটি এবং Jio ক্লাউডের মতো একাধিক কম্প্লিমেন্টারি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন।

বছরে 683 টাকা বাঁচবে

এখন 2545 টাকার প্ল্যান রিচার্জ করে আপনি বছরে কত টাকা বাঁচাতে পারবেন জানলে অবাক হয়ে যাবেন! Jio-র ঝুলিতে রয়েছে 269 টাকার একটি প্ল্যান। সেই প্ল্যানের বৈধতা 28 দিন এবং প্রতিদিন প্ল্যানটিতে আপনি 1.5GB করে ডেটা পেয়ে যাবেন। সেই হিসেবে সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে আপনি পেয়ে যাচ্ছেন 42GB ডেটা। এছাড়া, আনলিমিটেড কলিং, ফ্রি SMS, Jio Saavn-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন ইত্যাদি একাধিক অফার আপনাকে বিনামূল্যেই দেওয়া হবে।

এবার হিসেব করে দেখুন 269 টাকার প্ল্যান আপনি যদি বছরে 12 বার রিচার্জ করেন, তাহলে খরচ দাঁড়াচ্ছে 3,228 টাকা। তাহলে 2545 টাকার থেকে কত টাকা বেশি খরচ করতে হচ্ছে বলুন তো? হিসেব করে দেখুন, অঙ্কটা 683 টাকার। তাহলে নিজেই একবার ভেবে দেখুন, মোবাইল রিচার্জের জন্য বছরে একবারে 2545 টাকা খরচ করলে কত টাকা বাঁচাতে পারছেন!