HP Laptop: সস্তায় কিনুন HP Chromebook, 31 হাজারের ল্যাপটপ মিলছে 9 হাজার টাকায়

HP Chromebook 14a Price: আপনি HP-এর একটি ল্যাপটপ ফোনের দামে কিনতে পারবেন। কম দামে ল্যাপটপ কিনতে চাইলে এইচপি (HP)-এর ল্য়াপটপটি কিনতে পারেন। যার সাহায্যে আপনি মাত্র 9,990 টাকায় 31,000 টাকার একটি ল্যাপটপ কিনতে পারবেন।

HP Laptop: সস্তায় কিনুন HP Chromebook, 31 হাজারের ল্যাপটপ মিলছে 9 হাজার টাকায়
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 10:17 AM

HP Chromebook Laptop: একটি ভাল ল্যাপটপ কেনার ইচ্ছে অনেকেরই থাকে। বাজারে অনেক দামের ল্যাপটপ রয়েছে। তবে যে কোনও ল্যাপটপেরই দাম একটি বেশি। কিন্তু বর্তমানে আপনি HP-এর একটি ল্যাপটপ ফোনের দামে কিনতে পারবেন। কম দামে ল্যাপটপ কিনতে চাইলে এইচপি (HP)-এর ল্য়াপটপটি কিনতে পারেন। যার সাহায্যে আপনি মাত্র 9,990 টাকায় 31,000 টাকার একটি ল্যাপটপ কিনতে পারবেন। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ এই ল্যাপটপে দারুণ ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। অ্যামাজনে ডিস্কাউন্টে যে ল্যাপটপটি বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে সেটি হল HP Chromebook 14A। তবে চলুন বিস্তারিত জেনে নিন।

cromebook

HP Chromebook 14a ল্যাপটপের উপর ডিসকাউন্ট অফার:

HP Chromebook 14a ল্যাপটপের দাম 31,531 টাকা। যা 21 শতাংশ ছাড়ে 24,990 টাকায় বিক্রি করা হচ্ছে। তার উপর এই ল্যাপটপে 15,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এরপর ল্যাপটপের দাম হচ্ছে 9,990 টাকা। HP Chromebook 14a ল্যাপটপ কেনার জন্য অ্যামাজন ক্রেডিট কার্ড ব্য়বহার করলে, 1,500 টাকা ছাড় পাবেন। এছাড়াও ফোনটি 1,071 টাকা EMI-তে কিনতে পারবেন। তবে কেনার আগে HP Chromebook 14a-এর ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন।

HP Chromebook 14a-এর ফিচার ও স্পেসিফিকেশন:

HP Chromebook 14a ল্যাপটপে একটি 14-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ল্যাপটপে ফুল এইচডি প্লাস আইপিএস (HD Plus IPS) ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে অ্যান্টি গ্লেয়ার মাইক্রো গ্লেয়ার, মাইক্রো এজ প্রযুক্তি ব্যবহার হয়েছে। ল্যাপটপের সর্বোচ্চ ব্রাইটনেস 250 নিট। একই স্ক্রিন টু বডি রেশিও 82 শতাংশ। এতে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। ক্রোম 64, গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টের পাশাপাশি ভয়েস এনাবলড গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দেওয়া হয়েছে ল্যাপটপে।

কানেক্টিভিটির জন্য এতে রয়েছে, 2 সুপারস্পিড ইউএসবি টাইপ সি পোর্ট (2 SuperSpeed ​​USB Type C port)। এছাড়াও, 5Gbps সিঙ্গল রেট, USB Type-A পোর্ট দেওয়া হয়েছে। এর সামনে HP 720 Wide Vision HD ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ডুয়াল সেল সিলিন্ড্রিক্যাল লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্ট দেওয়া হয়েছে। ল্যাপটপ সুপারস্পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ডুয়েল স্পিকার সাপোর্ট দেওয়া হয়েছে।