Affordable Mini AC: যেভাবে সারাদিন লু বইছে, তাতে বাইরে বেরোনোই মুশকিল হয়ে পড়েছে। সকাল হলেই মনে হয় একটু বৃষ্টি হলেই যেন স্বস্তি হবে! এমন অবস্থায় যাদের এসি রয়েছে, তারা কিন্তু শান্তিতে ঘুমতে পারছেন। নাহলে পাখা চালিয়েও শান্তি নেই। সেই হাওয়াও গরম! কিন্তু অনেকেই এসি কিনতে পারেন না খরচার কথা ভেবে। শুধু তাই নয়, ইলেকট্রিক বিলের দিকে তাকালেও মাথায় হাত দেওয়ার জোগাড় হয়। আবার এদিকে রাতে ঘুম না হলে সারাদিন কাজও করতে ইচ্ছে করে না। কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় আছে। সেই সমাধানই দেওয়া হবে আপনাকে। তার জন্য খরচ করতে হবে মাত্র 1,225 টাকা। এই সামান্য টাকা খরচ করেই আপনি একটি মিনি এসি (Mini AC) কিনে আনতে পারবেন। আপনি এই মিনি এসিটি বাড়ির যেকোনও কোণে লাগাতে পারবেন। এটি সাইজেও অনেক ছোট। কিন্তু তা সত্ত্বেও এই এসিটি একটি বড় এসির মতোই কাজ করে। ঘরের গরম হাওয়াকে বের করে ঘরকে ঠান্ডা করে দেয়। যাতে বিরাট কোনও বিদ্যুৎ বিলও আসবে না, অথচ আপনার ঘরকে হিমের মতো ঠান্ডা করে দেবে। চলুন জেনে নেওয়া যাক এটি কীভাবে কাজ করবেন, আর কোথা থেকে কিনবেন।
এখন প্রশ্ন হল আপনি এই মিনি এসিটি কিনবেন কোথা থেকে?
জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon-এ আপনি এই Mini Arctic Ultra Air Cooler কিনতে পারেন। এটি ল্যাপটপ বা পাওয়ার ব্যাঙ্কের ইউএসবি-তে কানেক্ট করেই অপারেট করা যায়। অর্থাৎ বুঝতেই পারছেন, এর জন্য আপনাকে কোনও আলাদা কানেকশনের লাইন করতে হবে না।
কেনার আগে এই মিনি এসি সম্পর্কে সমস্ত কিছু দেখে নিন:
এটি চালাতে মাত্র 8 ওয়াট শক্তি লাগে। এর ওজন মাত্র 900 গ্রাম। এই মিনি এসিতে একটি ফ্যান লাগানো আছে। আর ফ্যানের স্পিড বাড়ানো কমানো যেতে পারে। এতে তিনটি মোড দেওয়া আছে। আপনি যে কোনও একটি বেছে নিতে পারেন। কোনার আগে জেনে নিন আপনাকে এর ট্যাঙ্কে জল ঢালতে হবে। আর সেই জল স্বাভাবিক হলেই হবে। অর্থাৎ কোনও রকম ঠান্ডা জলের প্রয়োজন নেই। এতে জল ঢাললে বিনিময়ে এটি আপনাকে ঠান্ডা হাওয়া দেবে। আর কিছুক্ষণের মধ্য়েই আপনার ঘরকে হিমের মতো ঠান্ডা করবে। এটি 19 সেমি লম্বা এবং চওড়া। ছোট আকারের কারণে এটি যেকোনও জায়গায় নিয়ো যাওয়া সম্ভব। আপনি যখন যে ঘরে থাকবেন। সেই ঘরে নিয়ে যাতে পারবেন। কোম্পানির দাবি, একবার তার ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে, এটি 8 ঘন্টা ঠান্ডা হাওয়া দিতে পারে।
এই মিনি এসির দাম কত?
Mini Arctic Ultra Air Cooler-এর দাম Amazon-এ 1,225 টাকা। আপনি যদি HSBC ব্যাঙ্কের মাধ্যমে কেনেন, তাহলে প্রায় 61 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই AC-তে ফ্রি ডেলিভারি এবং 10 দিনের রিটার্ন পলিসিও দেওয়া হচ্ছে।