বছরের শুরুতে আচমকা পুরসভা থেকে ১৫০ অস্থায়ী কর্মী ছাঁটাই! কেন?
পৌরসভার প্রধান গেটে তালা দিয়ে তাদের আন্দোলন চলছে। অন্যান্য সকল মানুষকে ও পৌর কর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না পৌরসভার মধ্যে।। তাদের কর্মে যতক্ষণ না কাজে বহাল করার নির্দেশ দেবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে দাবি আন্দোলনকারীদের।
কৃষ্ণনগর পৌরসভার গেট আটকে বিক্ষোভ ছাঁটাই কর্মীদের। গতকাল ই প্রায় দেড়শ জন কর্মীকে ছাঁটাই করা হয়।। কৃষ্ণনগর পৌর প্রশাসকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ। পৌরসভার প্রধান গেটে তালা দিয়ে তাদের আন্দোলন চলছে। অন্যান্য সকল মানুষকে ও পৌর কর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না পৌরসভার মধ্যে।। তাদের কর্মে যতক্ষণ না কাজে বহাল করার নির্দেশ দেবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে দাবি আন্দোলনকারীদের।

