AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Al-Qaeda Terrorists Arrested: শাসনে ২ আলকায়দা জঙ্গি গ্রেফতার, UAPA ধারায় মামলা

Al-Qaeda Terrorists Arrested: শাসনে ২ আলকায়দা জঙ্গি গ্রেফতার, UAPA ধারায় মামলা

আসাদ মল্লিক

|

Updated on: Aug 18, 2022 | 3:48 PM

Share

Al-Qaeda Terrorist: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, ধৃত ২ জঙ্গির নাম আব্দুর রাকিব সরকার এবং কাজি এহসান উল্লাহ। রাকিব এবং এহসানের কাছে থেকে জেহাদি কিছু বইপত্র সহ একাধিক নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা।

শাসন: অসমের পর এবার বাংলা, গ্রেফতার জঙ্গি সংগঠন আল-কায়দার ২ সদস্য। সম্প্রতি অসম থেকে গ্রেফতার হয়েছিল ১১ জন আল-কায়দা (Al-Qaeda) জঙ্গি। বুধবার উত্তর ২৪ পরগণার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হল আরও ২ জঙ্গিকে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, ধৃত ২ জঙ্গির নাম আব্দুর রাকিব সরকার এবং কাজি এহসান উল্লাহ। রাকিব এবং এহসানের কাছে থেকে জেহাদি কিছু বইপত্র সহ একাধিক নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইলও।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গ্রেফতার হওয়া ২ জঙ্গির মধ্যে রাকিবের বাড়ি দক্ষিণ দিনাজপুরের পঞ্চগ্রাম এলাকায়। আর এহসান উল্লাহ হুগলির আরামবাগের বাসিন্দা। এই জঙ্গিই ইন ইন্ডিয়ান সাব কনটিনেন্ট নামের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে UAPA ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর।

Published on: Aug 18, 2022 03:34 PM