Mahindra E Rickshaw: ৪ পয়সায় ১ কিমি
১ কিলোমিটার যেতে খরচ মাত্র ৪ পয়সা। মাহিন্দ্রা বাজারে এনেছে এক নতুন ই রিকশা। ই আলফা সুপার রিকশার দাম ১.৬১ লক্ষ টাকা। স্বনির্ভরতার লক্ষ্যে যারা তাঁদের জন্য আদর্শ এই বাহন। পরিবেশ বান্ধব এই ই রিকশায় আছে ১৪০ Ah লিড অ্যাসিড ব্যাটারি। BLDC মোটর সর্বোচ্চ ১.৬৪ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে।
১ কিলোমিটার যেতে খরচ মাত্র ৪ পয়সা। মাহিন্দ্রা বাজারে এনেছে এক নতুন ই রিকশা। ই আলফা সুপার রিকশার দাম ১.৬১ লক্ষ টাকা। স্বনির্ভরতার লক্ষ্যে যারা তাঁদের জন্য আদর্শ এই বাহন। পরিবেশ বান্ধব এই ই রিকশায় আছে ১৪০ Ah লিড অ্যাসিড ব্যাটারি। BLDC মোটর সর্বোচ্চ ১.৬৪ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। এই রিকশার মোটর ২২ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। রিকশার সঙ্গে দেওয়া হচ্ছে ১৮ A এর চার্জার। এই চার্জারে এক বছরের ওয়ারেন্টি। ফুল চার্জে এই ৩ চাকার বাহন ৯৫ কিমি ছোটে। সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি প্রতি ঘণ্টা। চালক সহ ৪জন বসতে পারেন এই গাড়িতে। কার্ব ওয়েট ৪১২ কেজি। সর্বোচ্চ ৭৯২ কিলো ওজন বহনে সক্ষম এই গাড়ি। আছে অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম। লম্বা ২৭৮০ মিমি, উচ্চতা ১৭৯৪ মিমি, হুইলবেস ২১৬৮ মিমি। সম্পূর্ণ মেটাল বডির এই রিকশার ক্রেতাদের দেওয়া হবে ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা।
Latest Videos