ডান্স ফ্লোরে আগুন, নাইট ক্লাবে ঝলসে গেলেন ২৫ জন!
Goa Night Club Fire: আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। উত্তর গোয়ার আরপোরায় একটি অভিজাত রেস্তোরাঁ কাম ক্লাবে শনিবার মধ্য রাতে আগুন লাগে। বির্চ বাই রোমিও লেন নামক ওই ক্লাবে রাত ১২টা ৪ মিনিট নাগাদ আগুন লাগার খবর আসে পুলিশ ও দমকলের কাছে।
আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। উত্তর গোয়ার আরপোরায় একটি অভিজাত রেস্তোরাঁ কাম ক্লাবে শনিবার মধ্য রাতে আগুন লাগে। বির্চ বাই রোমিও লেন নামক ওই ক্লাবে রাত ১২টা ৪ মিনিট নাগাদ আগুন লাগার খবর আসে পুলিশ ও দমকলের কাছে। দ্রুত ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একে একে ক্লাবের ভিতর থেকে অতিথি, রেস্তোরাঁর কর্মীদের ঝলসে যাওয়া দেহ বের করে আনা হয়। এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ৫০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
