অভিষেকের র্যাম্পে ৩ ‘মৃত’ ভোটার, ভুল করে নাম বাদ, রিপোর্ট ERO-র
মণিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরির ক্ষেত্রে বুথে তৈরি বাদের তালিকা নাম ছিল না। পরে ওয়েবসাইটে তাঁর নাম দেখা যায়। ওই ঘটনাটি নজরে আসার পরেই মণিরুল এবং হরেকৃষ্ণের বাড়িতে যান বিএলও। ফর্ম-৬ পূরণ করে নতুন করে নাম তোলার আবেদন করা হয়েছে।
তিন ‘মৃত’ ভোটারকে মঞ্চে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। রবিবার সেই রিপোর্ট এসেছে। কমিশন সূত্রে খবর, ওই তিন জনের মধ্যে দু’জনের অনিচ্ছাকৃত ভাবে ভুল হয়েছে বলে জানিয়েছেন বিএলও। রিপোর্ট দিয়ে জানিয়েছেন ইআরও। আর একজনের ক্ষেত্রে বিষয়টিকে ভুল হিসাবেই ধরা হয়েছে। কমিশন সূত্রে খবর, মণিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরির ক্ষেত্রে বুথে তৈরি বাদের তালিকা নাম ছিল না। পরে ওয়েবসাইটে তাঁর নাম দেখা যায়। ওই ঘটনাটি নজরে আসার পরেই মণিরুল এবং হরেকৃষ্ণের বাড়িতে যান বিএলও। ফর্ম-৬ পূরণ করে নতুন করে নাম তোলার আবেদন করা হয়েছে। কমিশনের এক আধিকারিকের বক্তব্য, অভিষেকের সভার অনেক আগেই ওই দুই ভোটারের ফর্ম-৬ করা হয়েছে।

