৩০ লক্ষ ভোটারকে ডাকা হবে, আপনার নাম নেই তো?
Election Commission: সোমবার থেকেই খসড়া তালিকা বিএলও-দের হাতে তুলে দিয়েছে কমিশন। যে কোনও প্রকার ভুল-ভ্রান্তি তাঁরা যাতে আগেই ধরে ফেলতে পারেন এবং পুনরায় গোটা তালিকাটি যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যেই রাজ্যেও বিএলও-দের হাতে আগাম খসড়া তালিকা তুলে দিয়েছে নির্বাচন কমিশন।
বাংলায় এসআইআরে বাদ পড়েছে ৫৮ লক্ষের নাম। ২৪ লক্ষের মৃত্যু হয়েছে। স্থানান্তরিত ভোটার ১২ লক্ষের বেশি। তালিকায় নাম থাকলেও অনেককে ডাকা হতে পারে হিয়ারিং-এ। কোনও কারণে সন্দেহ হলেও শুনানিতে ডাকা হতে পারে।
৩০ লক্ষ মানুষ, যাঁদের নাম ২০০২-এর তালিকায় ম্যাপিং হয়নি, তাঁদের নিশ্চিতভাবে ডাকা হবে শুনানিতে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি জানান, ওই ৩০ লক্ষের বাইরে আরও কিছু মানুষকে ডাকা হতে পারে। নিজের জেলা, বুথের নাম, এপিক নম্বর জানা থাকলে সহজেই খুঁজে নিতে পারবেন নাম আছে কি না।

