Duttapukur Firecracker Recovery:  ৩৭ টন বাজি  বাজেয়াপ্ত

Duttapukur Firecracker Recovery: ৩৭ টন বাজি বাজেয়াপ্ত

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 30, 2023 | 3:00 PM

ঘোলায় গোপন অভিযান চালিয়ে ৩৭ টন বাজি ভর্তি ট্রাক সহ দুজনকে গ্রেফতার করলো এস টি এফ ও নিউব্যারাকপুর থানার পুলিশ,পুলিশের সন্দেহ দত্তপুকুর নীলগঞ্জ থেকেই এই বাজার পাচার হচ্ছে। দত্তপুকুর থেকে বাজি পাচার হয়ে যাচ্ছিল অন্য জায়গায় পাছার হওয়ার সময় এস টি এফ অভিযান চালিয়ে দুই পাঞ্জাব লরি ভর্তি বাজি উদ্ধার করল।

ঘোলায় গোপন অভিযান চালিয়ে ৩৭ টন বাজি ভর্তি ট্রাক সহ দুজনকে গ্রেফতার করলো এস টি এফ ও নিউব্যারাকপুর থানার পুলিশ,পুলিশের সন্দেহ দত্তপুকুর নীলগঞ্জ থেকেই এই বাজার পাচার হচ্ছে। দত্তপুকুর থেকে বাজি পাচার হয়ে যাচ্ছিল অন্য জায়গায় পাছার হওয়ার সময় এস টি এফ অভিযান চালিয়ে দুই পাঞ্জাব লরি ভর্তি বাজি উদ্ধার করল। সোদপুর ঘোলা তালবান্দায় এক পার্কিংয়ে এই দুটি লরি রাখা ছিল, গোপন সূত্রে খবর পেয়ে নিউ ব্যারাকপুর থানা ও এস টি এফ এর আধিকারিকেরা অভিযান চালায়,৩৭.৪২ টন বাজি উদ্ধার হয়েছে,দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, উদ্ধার হওয়া বাজির মূল্য প্রায় দু কোটি টাকা, ঘোলার পাশাপাশি দত্তপুকুর বেড়াবাড়িতেও তিনটি ট্রাক আটক করেছে এস টি এফ।পুলিশের সন্দেহ দত্তপুকুর থেকেই এই বাজী গুলি পাচার হতে পারে।