Fake Currency News: পুলিশের চোখে ধুলো দিতে জাল নোট কারবারে নাবালকদের ব্যবহার
জাল নোটসহ এক নাবালককে গ্ৰেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম সোহেল রানা। ধৃতের বাড়ি শামশেরগঞ্জ থানার অন্তর্গত সুলিতলা গ্রামে।
জাল নোটসহ এক নাবালককে গ্ৰেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম সোহেল রানা। ধৃতের বাড়ি শামশেরগঞ্জ থানার অন্তর্গত সুলিতলা গ্রামে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জামিয়া কাটানের কাছ থেকে ওই নাবালকেল কাছে তল্লাশি চালিয়ে জাল নোট গুলি উদ্ধার করে। ধৃত ব্যক্তিকে আজ বহরমপুর জুভেনাইল আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর ওই জাল নোটগুলি মালদার বৈষ্ণবনগর থেকে জাল নোট গুলি নিয়ে এসেছিল। ডেলিভারি দেওয়ার আগেই হাতেনাতে তাকে পুলিশ ধরে ফেলে। নাবালকদের সহজে সন্দেহ হবে না সেই কারণে এরকম ব্যবহার করা হচ্ছে বলে প্রাথমিক অনুমান। কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে শামসেরগঞ্জ থানার পুলিশ।
Latest Videos