Dhupguri Migrant worker Death: ফের পরিযায়ীর মৃত্যু!
ফের ভিন রাজ্যে গিয়ে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকের। এবারে অসম রাজ্যের গৌহাটির কামাক্ষ্যাগুড়ি তে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন ধূপগুড়ি সোনাখালীর এক ব্যাক্তি।মৃতের নাম মহম্মদ তমিরুদ্দিন,সোনাখালি চামরাগুদাম এলাকার বাসিন্দা ।বাড়ি ফিরলো কফিন বন্দী দেহ মঙ্গলবার রাতে।
ফের ভিন রাজ্যে গিয়ে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকের। এবারে অসম রাজ্যের গৌহাটির কামাক্ষ্যাগুড়ি তে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন ধূপগুড়ি সোনাখালীর এক ব্যাক্তি।মৃতের নাম মহম্মদ তমিরুদ্দিন,সোনাখালি চামরাগুদাম এলাকার বাসিন্দা ।বাড়ি ফিরলো কফিন বন্দী দেহ মঙ্গলবার রাতে। দশদিন আগেই বাড়ি থেকে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন বাড়তি উপার্জনের আশায়।সেখানে সেখানে বিল্ডিং নির্মাণের কাজ করার সময় ওপর থেকে পড়ে যায়।সেখান থেকে উদ্ধার করে হাসপাতাল নিতে নিয়ে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কতৃপক্ষ। মঙ্গলবার গভীর রাতে কফিন বন্দী দেহ পৌঁছায় বাড়িতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।পরিবার সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ তমরুদ্দিন। বাড়ি ধূপগুড়ির সোনাখালীর চামড়াগুদাম এলাকায়। পরিবারে দুই মে ও এক পুত্র সন্তান সহ স্ত্রী রয়েছে। এরমধ্যে এক মের বিয়ে হয়েছে। আরেক মের বিয়ে বাকি। পরিবারের দাবি, বাড়তি উপার্জনের আশায় ভিড় রাজ্যে গিয়েছিলো। এখানে কাজ করে সংসার চলছিলো না। তার সঙ্গে থাকা কর্মীরাই পরিবার কে ফোন করে মৃত্যুর খবর দেয়। এরপরই মৃত দেহ আনার তত্পরতা শুরু হয়। গভীর রাতে নিয়ে আশা হয় মৃত দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ ও। এদিকে স্থানীয়দের দাবি,মুখ্যমন্ত্রী রাজ্যে কাজ রয়েছে বলে দাবি করলেও, এখানে কোনো কাজ নেই। শতাধিক শ্রমিক এই গ্রামের তারা আসাম, কেরল, এমনকি ভিন দেশেও কাজে গিয়েছে । ভিন রাজ্যে কাজে যাওয়াতেই এই রাজ্যের শ্রমিকদের মৃত্যু হচ্ছে। তাই এখানেই কাজের ব্যাবসা করা হোক দাবি করেছেন স্থানীয়রা।