Medinipur Road News: রাস্তার মধ্যে গর্ত নাকি গর্তের মধ্যে রাস্তা!

Medinipur Road News: রাস্তার মধ্যে গর্ত নাকি গর্তের মধ্যে রাস্তা!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Aug 30, 2023 | 2:42 PM

মেদিনীপুর শহরের পাশেই গোলাপিচক রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল, মানুষ তিতি বিরক্ত । বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার মানুষজন করেছেন রাস্তা অবরোধ প্রতিবাদে সামিল হয়েছিলেন সকলেই, কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে রাস্তার কাজে হাত লাগায়নি প্রশাসন।

মেদিনীপুর শহরের পাশেই গোলাপিচক রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল, মানুষ তিতি বিরক্ত । বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার মানুষজন করেছেন রাস্তা অবরোধ প্রতিবাদে সামিল হয়েছিলেন সকলেই, কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে রাস্তার কাজে হাত লাগায়নি প্রশাসন। একদিকে পৌরসভা এবং আরেকদিকে পঞ্চায়েত মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা আর সেই রাস্তারই অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তার একদিকে মেদিনীপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড অন্যদিকে চার নম্বর কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত । আর সেই রাস্তায় দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বারবার জানিয়েও প্রশাসনের কেন টনক নড়েনি বুঝতে পারছে না সাধারণ মানুষজন। তাই সাধারণ মানুষের বক্তব্য প্রশাসন হয়তো অপেক্ষা করছে বড়সড়ো কোনও একটি দুর্ঘটনার তারপরেই হয়তো প্রশাসনের টনক নড়বে।

বর্তমান সময়ে এই রাস্তাটি এখন মেদনীপুর শহরের বাইপাস রাস্তায় হিসেবে ব্যবহৃত হয়। বারাসাতের স্কুলছাত্রের দুর্ঘটনার পর থেকেই মেদিনীপুর শহরে সকাল ন’টার পর থেকে শহরের সমস্ত বড় ধরনের গাড়ি ঢোকা নিষিদ্ধ । আর তাই এই রাস্তাটি ব্যবহার্য হয় বাইপাস হিসাবে । ফলে এই রাস্তার উপর চাপ বাড়ছে ক্রমশই , তাও টনক নড়েনী প্রশাসনের । কবে হবে রাস্তার কাজ সেই অপেক্ষায় সাধারণ মানুষজন।